Advertisement
Advertisement

Breaking News

বনশালির ‘পদ্মাবতী’ দীপিকা?

মস্তানিতেই মনে হয় মন গলেছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির৷

It’s confirmed! Deepika Padukone to star in Bhansali’s Padmavati
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 4:14 pm
  • Updated:July 11, 2016 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্তানিতেই মনে হয় মন গলেছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির৷ তাই ‘রাম-লীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’-র পর এবার বনশালির আগামী ছবিতেও দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে৷ বনশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’-তে নাকি মুখ্য চরিত্রে অভিনয় করবেন দীপিকা৷ এমনটাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানিয়েছিলেন সঙ্গীত পরিচালক শ্রেয়ক পুরাণিক৷ নিজের টুইটার অ্যাকাউন্টে বনশালির ‘পদ্মাবতী’ রহস্য ফাঁস করে দিয়েছিলেন তিনি৷ কিন্তু এমন কাণ্ড করে মনে হয় বেশ বিপাকেই পরেছিলেন শ্রেয়ক৷ আর তাই গত রবিবারই নিজের টুইটার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি৷

শ্রেয়কের এই তথ্য ফাঁস এবং পরবর্তী সময়ে টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার জন্য বলিউডে জল্পনার সৃষ্টি হয়েছে৷ বনশালির আগামী ছবিতে আদৌ দীপিকা থাকবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷
প্রসঙ্গত, বনশালির আগামী ছবি ‘পদ্মাবতী’-তে পদ্মাবতীর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা চলছে গত বেশ কয়েকদিন ধরেই৷ পদ্মাবতীর চরিত্রে সঞ্জয়ের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ বনশালির পরিচালনায় ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ও ‘গুজারিশ’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য| অন্যদিকে দীপিকাও বনশালির দু’টি সফল ছবি ‘রাম-লীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন৷
পরিচালক বনশালিকে ঐশ্বর্য এবং দীপিকার মধ্যে কাকে পদ্মাবতীর চরিত্রে ভাবছেন তা নিয়ে প্রশ্ন করা হলে, পরিচালক বলেন, “দু’জনই খুব পছন্দের অভিনেত্রী৷ দু’জনই আমার খুব কাছের বান্ধবীও৷”
পরিচালক ‘পদ্মাবতী’ রহস্য ফাঁস করতে না চাইলেও, কানাঘুষো শোনা যাচ্ছে, ঐশ্বর্য এবং দীপিকার পাশাপাশি পদ্মাবতীর চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার কথাও ভাবা হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement