Advertisement
Advertisement

Breaking News

সইফ-করিনার সন্তানকে নিয়ে ঠাট্টা, চটে লাল প্রিয়াঙ্কা

সমালোচকদের কী এমন জবাব দিলেন প্রিয়াঙ্কা?

It is no one business to think about the name of Taimur, piggi chops
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 9:22 pm
  • Updated:December 28, 2016 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি শিশু বলে কথা৷ তাই নিয়ে মানুষজনের উৎসাহ উদ্দীপনা কম ছিল না৷ কি নাম হবে ? কেমন দেখতে দেখতে হবে? মানুষজনের সেই অতি উৎসাহে জল ঢালে সইফ-করিনার ছোটে নবাবের নাম৷ খবর এল, সফিনার ছেলের নাম নাকি তৈমুর আলি খান৷ আর এতেই তো টুইটার থেকে ফেসবুক সবখানে ঢিঁঢিঁ পড়ে গেল৷ সেকি কথা! এমন নাম আবার কেউ দেয়! শেষপর্যন্ত কিনা দিল্লি ধ্বংসকারীর নামে হল করিনা-সইফের প্রথম সন্তানের নামকরণ! ছিঃ ছিঃ৷ উঁহু ছিঃ ছিঃ করবেন না৷ একদম না৷ এটা ভীষণ অনুচিত৷ না, একথা আমি বলছি না বলছেন খোদ পিগি চপস৷

প্রিয়াঙ্কার যা বক্তব্য, তাতে এটাই দাঁড়াচ্ছে যে সন্তানের নাম তাঁর মা-বাবার ব্যক্তিগত বিষয়৷ প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন, তিনি সইফ আর বেবোর সন্তানকে নিয়ে খুব উৎসাহী৷ এটা খুবই আনন্দের একটা খবর৷ এবার এই ছোট্ট শিশু একদিন নবাব হবে মানুষের উচিত সেই বিষয়টি নিয়েই উৎসাহিত হওয়া৷

Advertisement

যদিও কিছু দিন আগেই করিনা-প্রিয়াঙ্কার ঠাণ্ডা লড়াই সামনে এসেছিল৷ কিন্তু এখন হঠাৎ বেবোর ছেলের নাম নিয়ে সমালোচনার ঝড় উঠায় সেই প্রিয়াঙ্কাই করিনার পাশে দাঁড়ালেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement