Advertisement
Advertisement

এই দিল্লিওয়ালির সঙ্গে ডেটিং করছেন কোন বলিউড হার্টথ্রব?

ভারতী মালহোত্রা এখন বলিউডের নয়া সেনসেশন৷ না, তিনি কোন নতুন নায়িকা নন৷ ভারতী হলেন বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের গার্লফ্রেন্ড৷

Is Ranbir Kapoor Now Dating This Delhi Girl?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 5:28 pm
  • Updated:October 12, 2019 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এখন অতীত৷ বলি পাড়ার আনাচে কানাচে কান পাতলেই এখন শোনা যাচ্ছে একটাই নাম ভারতী৷ ভারতী মালহোত্রা এখন বলিউডের নয়া সেনসেশন৷ না, তিনি কোন নতুন নায়িকা নন৷ ভারতী হলেন বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের গার্লফ্রেন্ড৷

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের পুরোপুরি বিচ্ছেদ হযে গিয়েছে৷ দু’পক্ষ স্বীকার না করলেও কানাঘুষো শোনা যাচ্ছিল দিল্লির কোনও তরুণীই জয় করেছেন ‘কাপুর সাব’-এর হৃদয়৷ তারপর থেকেই সকলেই উদ্গ্রীব ছিলেন কে সেই ‘দিল্লিওয়ালি’৷ অবশেষে রহস্যের যবনিকাপতন৷ সামনে এলেন ভারতী৷ সূত্রের খবর, দিল্লির বাসিন্দা ভারতী মালহোত্রার প্রেমে আপাতত মজে রণবীর৷ দিদি ঋদ্ধিমা সাইনির আয়োজন করা পার্টিতে প্রথমে দেখা হয় দু’জনের৷ প্রথম দেখা অচিরেই বদলে যায় ভালবাসায়৷ জানা যাচ্ছে, দু’জনেই নিজেদের সম্পর্কের ব্যাপারে খুবই আন্তরিক৷ কিছুদিন আগে শুটিং চলাকালীন রণবীরকে সঙ্গ দিতে মরক্কোতেও গিয়েছিলেন ভারতী৷ সে সময় মরক্কোতে ছিলেন ক্যাটরিনাও৷ তবে আলাদা আলাদা হোটেলে ছিলেন রণবীর এবং ক্যাটরিনা৷ রণবীরের গোপন সূত্রের খবর, শীঘ্রই ভারতীর ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে জানাবেন রণবীর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement