Advertisement
Advertisement
ইরফান

দেশে ফিরেই উদয়পুরে মিষ্টির দোকান কিনলেন ইরফান! ব্যাপারটা কী?

নেটদুনিয়ায় জোর আলোচনা!

Irrfan Khan’s movie Angrezi Medium’s first look reveled
Published by: Bishakha Pal
  • Posted:April 8, 2019 3:07 pm
  • Updated:April 8, 2019 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার সারিয়ে কিছুদিন আগেই ফিরেছেন অভিনেতা ইরফান খান। আর দেশে ফিরেই তিনি কিনা চলে গেলেন রাজস্থানের উদয়পুরে! সেখানে গিয়ে কিনে ফেললন একটি মিষ্টির দোকান! যে ছবি তিনি টুইটারে পোস্ট করেছেন, তা দেখে তো তেমনই মনে হচ্ছে।কিন্তু না। ব্যাপরটা যে কী, তা নিজের পোস্টেই পরিষ্কার করেছেন অভিনেতা। আসছে ‘হিন্দি মিডিয়াম ২’ ছবির সিক্যুয়েল। ছবির নাম ‘আংরেজি মিডিয়াম’। সেই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ইরফান খান। তাই প্রথম লুকেই রয়েছে ইরফানের ছবি। সেটি অভিনেতা নিজে তাঁর টুইটারে প্রকাশ করেছেন।

ছবিতে ইরফানের নাম মিস্টার চম্পকজি। নিজের পোস্টে এই নামটি ব্যবহার করেছেন ইরফান। সেই সঙ্গে লিখেছেন, ফের দর্শকদের বিনোদনের জন্য তিনি তৈরি। ‘আংরেজি মিডিয়াম’ ছবির যে ফার্স্ট লুকটি প্রকাশ পেয়েছে, তাতে একটি মিস্টির দোকানের সামনে দেখা গিয়েছে মিস্টার চম্পকজিকে। দোকানের নাম ঘসিটেরাম মিস্টান্ন ভাণ্ডার। স্থান কাশ্মীরের উদয়পুর। দোকানের সামনে অভিনেতাকে হলুদ শার্ট আর গোলাপি প্যান্টে দেখা গিয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য, উর্মিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বিজেপির ]

ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন করিনা কাপুর খান ও রাধিকা মদন। করিনার এই ছবিতে অভিনয় নিয়ে বহুদিন থেকেই জল্পনা চলছিল। কিন্তু তিনি যে ছবিতে থাকছেন, তা জানিয়েছেন রাধিকা। তিনি ছবিতে ইরফানের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিংয়ে যখন ইরফান যোগ দিলেন, সেই মুহূর্তটা ছিল আবেগপূর্ণ। ছবিতে দীপক ডোব্রিয়াল ইরফানের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। মনু ঋষিকে দেখা যাবে তার তুতো ভাইয়ের চরিত্রে।

২০১৭ সালের ছবি ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’। ‘হিন্দি মিডিয়াম’-এ তিনি ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে ইরফানের বিপরীতে অভিনয় করেছিলেন পাক অভিনেত্রী সারা কামার। ইরফান ও সাবা অভিনয়ের জন্য সমালোচকদের বাহবা পেয়েছিলেন। ছবিটি বানিয়েছিলেন হোমি আদজানিয়া। প্রযোজনা করেছিলেন দীনেশ বিজন।

[ আরও পড়ুন: ‘ছপাক’-এর সেটে লেন্সবন্দি দীপিকার নয়া লুক, দেখুন সেই ছবি ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

As excited as the man behind!So so so grateful for this new journey.😇 @irrfan @homster @maddockfilms #kareenakapoorkhan #dineshvijan

A post shared by Radhika Madan (@radhikamadan) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement