Advertisement
Advertisement

Breaking News

কালাম ইরফান!

বায়োপিকের ভিড়ে নাম লিখিয়েছেন বলিউডের অনেক তারকাই৷ এবারে পালা ইরফান খানের৷ শোনা যাচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ভূমিকায় দেখা যাবে বলিউডের এই মেথড অ্যাক্টরকে৷

Irrfan Khan Might Play Abdul Kalam On The Big Screen Soon!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2016 9:28 pm
  • Updated:August 9, 2021 3:27 pm  

বায়োপিকের ভিড়ে নাম লিখিয়েছেন বলিউডের অনেক তারকাই৷ এবারে পালা ইরফান খানের৷ শোনা যাচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ভূমিকায় দেখা যাবে বলিউডের এই মেথড অ্যাক্টরকে৷

সম্প্রতি কালামকে নিয়ে ছবি করার অনুমতি পেযেছেন মারাঠি পরিচালক প্রমোদ গোরে৷ এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি৷ শোনা গিয়েছে, কালামের চরিত্রের জন্য ইরফানই প্রথম পছন্দ প্রমোদের৷ তাই তাঁকেই সবার আগে কালামের চরিত্র অফার করতে চলেছেন তিনি৷

Advertisement

ইতিমধ্যেই রামেশ্বরমে কালামের বাড়ি গিয়েছেন প্রমোদ৷ কথা বলেছেন তাঁর ভাইয়ের সঙ্গে৷ জেনেছেন নানা জানা-অজানা কাহিনি৷ সব ঠিক থাকলে চলতি বছরের জুন-জুলাই নাগাদই শুরু হয়ে যাবে শুটিং৷ পরের বছরই প্রাক্তন রাষ্ট্রপতিকে ট্রিবিউট জানিয়ে ছবিটি রিলিজ করতে চান নির্মাতারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement