Advertisement
Advertisement

Breaking News

এবার ইরফানের সঙ্গে ঝামেলায় জড়ালেন কঙ্গনা!

এবার তাঁর সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করার কথা অস্বীকার করলেন অভিনেতা ইরফান খান৷

Irrfan Khan denies working with Kangana Ranaut in Ritesh Batra's next
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2016 3:27 pm
  • Updated:July 30, 2016 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের কুইন-এর মনে হয় দিনকাল ভাল যাচ্ছে না৷ চলতি বছরের গোড়া থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ এবার তাঁর সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করার কথা অস্বীকার করলেন অভিনেতা ইরফান খান৷

তাহলে কি বলিউডের এই তুখোড় অভিনেতার সঙ্গেও ঝামেলায় জড়ালেন কঙ্গনা? বলি অন্দরে ইঙ্গিত সেরকমই৷ জানা গিয়েছিল, ‘লাঞ্চবক্স’ ছবির পরিচালক রীতেশ বাত্রার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন ইরফান৷ আর সেই ছবিতেই নাকি তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল কঙ্গনার৷ কিন্তু এই খবরেই জল ঢেলে দিলেন ইরফান৷ তাঁর সাফ কথা, “এই ধরনের কাজের কথা শুনিনি৷ হয়তো কোথাও প্রাথমিকভাবে কথা হয়েছে আর সেই কথাই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে কারও এই প্রজেক্ট নিয়ে কোনও আলোচনা হয়নি৷”

Advertisement

প্রসঙ্গত, এর আগে ইরফান ও কঙ্গনার ‘ডিভাইন লাভ’ নামক একটি ছবিতে একসঙ্গে অভিনয় করার কথা ছিল৷ কিন্তু শেষ মুহূর্তে কঙ্গনা সেই ছবির ডেটের সমস্যায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন৷ আর তাতেই বোধ হয় খানিক ক্ষুণ্ন হয়েছিলেন ইরফান৷ সেই সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “মনে হয় কঙ্গনা অভিনেতা হিসাবে নিজেকে অনেক বেশি উন্নত করে তুলেছেন৷ আর তাই মনে হয় উনি অভিনেত্রীর ভূমিকা ছেড়ে অভিনেতার ভূমিকায় অভিনয় করতে চান৷” বলিপাড়ার অনেকে মনে করছেন, সেই ঝামেলার রেশই চলেছে৷ আর তাতে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শকই৷ কেননা বলিপাড়ার দুই তুখোড় অভিনেতাকে মুখোমুখি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরাই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement