Advertisement
Advertisement

লজ্জাজনক! সলমন গোলালেন দীপা কর্মকারের নাম!

আইওএ গুডউইল অ্যাম্বাসাডরের এ কী কাণ্ড!

IOA Goodwill Ambassador, Salman Khan goofs up Dipa Karmakar's name
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 3:58 pm
  • Updated:August 9, 2016 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের নাম যখন আইওএ গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হল, তখন রীতিমতো আপত্তি তুলেছিলেন মিলখা সিং, যোগেশ্বর দত্তর মতো বর্ষীয়ান ক্রীড়াজগতের তারকারা। আজ বোঝা গেল, তাঁরা ঠিক কাজই করেছিলেন!
সম্প্রতি রিও ওলিম্পিকে মহিলাদের জিমন্যাস্টিক্সে ভল্ট ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছেন দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিকের কোনও বিভাগের মূলপর্বে পৌছলেন ত্রিপুরার এই জিমন্যাস্ট। এর আগে কোনও ভারতীয় মহিলা জিমন্যাস্ট অলিম্পিকে যাওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি। আর, তাঁরই নাম কি না সবার সামনে দু’বার ভুল বললেন আইওএ গুডউইল অ্যাম্বাসাডর!


সলমন সম্প্রতি হাজির ছিলেন ‘ফ্রিকি আলি’ ছবির ট্রেলার মুক্তি উপলক্ষ্যে ডাকা সাংবাদিক বৈঠকে। সেখানে যখন তাঁকে এই মহিলা জিমন্যাস্টের সম্পর্কে কিছু বলতে বলা হয়, সলমনের বক্তব্য ছিল খুব হালকা ভাবে- ”ও হ্যাঁ… দীপিকা না ওর নাম?” সবাই যখন এটা শুনে চমকে যান, তখন ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করেন সলমন! বলেন, ”মনে পড়েছে… নামটা দীপ্তি!”
আশ্চর্য ব্যাপার, ৩০ এপ্রিল দীপার নামটা ঠিক লিখেই কিন্তু টুইট করেছিলেন সলমন। তাহলে কি তাঁর নাম ভুলে যাওয়ার প্রবণতা আছে?
হতেই পারে! শিল্পী মানুষ বলে কথা, হতেই পারে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement