সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই খবর মিলেছিল, এবারের বিগ বস রিয়েলিটি শোয়ের দশম পর্বে সেরকম ডাকসাইটে কোনও সেলিব্রিটি থাকছেন না! এবারে বিগ বসের বাড়ির খেলায় ভাগ নেবেন সাধারণ মানুষরাই!
সেই খবরের রেশ জুড়াতে না জুড়াতেই এবার বিগ বস হাউজ থেকে প্রকাশিত হল প্রতিযোগীদের নামের তালিকা। তেরোজন প্রতিযোগী, যাঁদের কেউই সেলিব্রিটি নন! তাড়াতাড়িই শুরু হবে তাঁদের মধ্যে কট্টর প্রতিযোগিতা। তার আগে এক ঝলক দেখে নেওয়া যাক সেই তেরোজন প্রতিযোগীর প্রোফাইল।
কাজল ত্যাগী:
২৩ বছর বয়সের এই মেয়ের পরিচিতি মূলত ইউ-টিউবার হিসেবেই! পাশাপাশি, কিছু শখের অভিনয়ও করেছেন তিনি।
রুচিকা সিং:
৩৯ বছরের রুচিকা সিং পছন্দ করেন কেবল দুটো কাজ- সিনেমা দেখা আর পার্টিতে যাওয়া!
প্রিয়াঙ্কা জগ্গা:
দিল্লির এই ৩২ বছরের মেয়ে মার্কেটিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত। এবার বিগ বস হাউজ দেখবে তাঁর ক্ষমতার বহর!
লোকেশ কুমারী শর্মা:
২৫ বছরের লোকেশ কুমারী শর্মা এখনও পড়াশোনা করছেন। বাড়ি দিল্লিতে।
নিতিভা কৌল:
২৩ বছরের নিতিভা কৌল থাকেন দিল্লিতে। পেশা অ্যাকাউন্ট নিয়ে।
মন্দিরা চৌহান:
এই রেডিও জকির কণ্ঠস্বরে এর আগে মজেছে পুণে। এবার তাঁর বিগ বস হাউজে দর্শককে মুগ্ধ করার পালা।
মনোজ মনু পাঞ্জাবি:
জয়পুরের এই যুবক নিজের একটাই পরিচয় তুলে ধরতে চান। তিনি স্বঘোষিত রোমিও! দেখা যাক, এই রোমিওর প্রেমে প্রাণ দেন বিগ বস হাউজের ক’জন জুলিয়েট!
মনবীর গুর্জর:
বছর ২৯-এর মনবীর গুর্জর এক ডেয়ারি ফার্মের মালিক। বিগ বস হাউজে তিনি আসছেন লাক ট্রাই করতে!
নবীন প্রকাশ:
২৬ বছরের এই বিহারি শিক্ষকের গুণে এত দিন মুগ্ধ হয়েছে ছাত্রছাত্রীরা। দেখা যাক, বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের তিনি কিছু শেখাতে পারেন কি না!
প্রমোদ দাহিয়া:
হরিয়ানার এই যুবক বর্তমানে থিতু হয়েছেন মুম্বইতে। তিনি ছায়াছবিতে অভিনয় করতে চান। বিগ বস কি এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে পারবে? দেখাই যাক না!
নিখিল মেহতা:
২৪ বছরের নিখিল মেহতা মুম্বইবাসী। কাজ শখের অভিনয় এবং গান গাওয়া!
দেব দেবগন:
৩০ বছরের লুধিয়ানাবাসী দেব দেবগন পেশায় ব্যবসায়ী। বিগ বস হাউজ এবার দেখবে তাঁর অস্তিত্ব রক্ষার লড়াই।
ফিরোজ খান:
২৪ বছরের ফিরোজ খান একটাই পরিচয়ে চেনাতে চান নিজেকে। তিনি একজন অ্যাডভেঞ্চারার। অভিযানের নতুন সংজ্ঞা খুঁজতেই তিনি পা রাখছেন বিগ বসের বাড়িতে।
এঁরা তো সবাই কোমর বেঁধে তৈরি! আপনিও তৈরি থাকুন! ওঁদের লড়াইটা তারিয়ে তারিয়ে উপভোগ করতে হবে তো!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.