Advertisement
Advertisement

বিগ বস ১০-এ থাকছেন কারা, প্রকাশিত হল তালিকা!

তাড়াতাড়িই শুরু হবে কট্টর প্রতিযোগিতা। তার আগে এক ঝলক দেখে নেওয়া যাক তেরোজন প্রতিযোগীর প্রোফাইল!

Introducing The 13 Non-Celebrity Contestants Of Bigg Boss 10
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 4:39 pm
  • Updated:October 12, 2016 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই খবর মিলেছিল, এবারের বিগ বস রিয়েলিটি শোয়ের দশম পর্বে সেরকম ডাকসাইটে কোনও সেলিব্রিটি থাকছেন না! এবারে বিগ বসের বাড়ির খেলায় ভাগ নেবেন সাধারণ মানুষরাই!
সেই খবরের রেশ জুড়াতে না জুড়াতেই এবার বিগ বস হাউজ থেকে প্রকাশিত হল প্রতিযোগীদের নামের তালিকা। তেরোজন প্রতিযোগী, যাঁদের কেউই সেলিব্রিটি নন! তাড়াতাড়িই শুরু হবে তাঁদের মধ্যে কট্টর প্রতিযোগিতা। তার আগে এক ঝলক দেখে নেওয়া যাক সেই তেরোজন প্রতিযোগীর প্রোফাইল।

কাজল ত্যাগী:

Advertisement

biggboss10a_web
২৩ বছর বয়সের এই মেয়ের পরিচিতি মূলত ইউ-টিউবার হিসেবেই! পাশাপাশি, কিছু শখের অভিনয়ও করেছেন তিনি।

রুচিকা সিং:

biggboss10b_web
৩৯ বছরের রুচিকা সিং পছন্দ করেন কেবল দুটো কাজ- সিনেমা দেখা আর পার্টিতে যাওয়া!

প্রিয়াঙ্কা জগ্গা:

biggboss10c_web
দিল্লির এই ৩২ বছরের মেয়ে মার্কেটিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত। এবার বিগ বস হাউজ দেখবে তাঁর ক্ষমতার বহর!

লোকেশ কুমারী শর্মা:

biggboss10d_web
২৫ বছরের লোকেশ কুমারী শর্মা এখনও পড়াশোনা করছেন। বাড়ি দিল্লিতে।

নিতিভা কৌল:

biggboss10e_web
২৩ বছরের নিতিভা কৌল থাকেন দিল্লিতে। পেশা অ্যাকাউন্ট নিয়ে।

মন্দিরা চৌহান:

biggboss10f_web
এই রেডিও জকির কণ্ঠস্বরে এর আগে মজেছে পুণে। এবার তাঁর বিগ বস হাউজে দর্শককে মুগ্ধ করার পালা।

মনোজ মনু পাঞ্জাবি:

biggboss10g_web
জয়পুরের এই যুবক নিজের একটাই পরিচয় তুলে ধরতে চান। তিনি স্বঘোষিত রোমিও! দেখা যাক, এই রোমিওর প্রেমে প্রাণ দেন বিগ বস হাউজের ক’জন জুলিয়েট!

মনবীর গুর্জর:

biggboss10h_web
বছর ২৯-এর মনবীর গুর্জর এক ডেয়ারি ফার্মের মালিক। বিগ বস হাউজে তিনি আসছেন লাক ট্রাই করতে!

নবীন প্রকাশ:

biggboss10i_web
২৬ বছরের এই বিহারি শিক্ষকের গুণে এত দিন মুগ্ধ হয়েছে ছাত্রছাত্রীরা। দেখা যাক, বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের তিনি কিছু শেখাতে পারেন কি না!

প্রমোদ দাহিয়া:

biggboss10j_web
হরিয়ানার এই যুবক বর্তমানে থিতু হয়েছেন মুম্বইতে। তিনি ছায়াছবিতে অভিনয় করতে চান। বিগ বস কি এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে পারবে? দেখাই যাক না!

নিখিল মেহতা:

biggboss10k_web
২৪ বছরের নিখিল মেহতা মুম্বইবাসী। কাজ শখের অভিনয় এবং গান গাওয়া!

দেব দেবগন:

biggboss10l_web
৩০ বছরের লুধিয়ানাবাসী দেব দেবগন পেশায় ব্যবসায়ী। বিগ বস হাউজ এবার দেখবে তাঁর অস্তিত্ব রক্ষার লড়াই।

ফিরোজ খান:

biggboss10m_web
২৪ বছরের ফিরোজ খান একটাই পরিচয়ে চেনাতে চান নিজেকে। তিনি একজন অ্যাডভেঞ্চারার। অভিযানের নতুন সংজ্ঞা খুঁজতেই তিনি পা রাখছেন বিগ বসের বাড়িতে।

এঁরা তো সবাই কোমর বেঁধে তৈরি! আপনিও তৈরি থাকুন! ওঁদের লড়াইটা তারিয়ে তারিয়ে উপভোগ করতে হবে তো!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement