সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে। তারপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেলেও আস্তে আস্তে তিনি মিলিয়ে গিয়েছিলেন কালের গভীরে।তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার রমরমার জগতে নিজের টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে আমিশা আবার ফিরে এসেছিলেন তাঁর দর্শকদের কাছে। কিন্তু এবারও তেমন আলাদা কোনও আবেদন তিনি তৈরি করতে পারেননি তাঁর দর্শকদের মধ্যে।
তবে গোটা ছবিটাই বদলে গেল কয়েকদিন আগে টুইটার, ইনস্টাগ্রামে তাঁর দেওয়া কিছু ছবি দেখে। কারণ তাঁর দেওয়া সেই সব ছবি হইচই ফেলে দিয়েছে গোটা নেটদুনিয়ায়। অনেকে আবার নিন্দে করে বলছেন কেরিয়ারের মোড় ঘোরাতেই তাঁর এই প্রয়াস। কারণ তিনি অসাধারণ সুন্দরী হওয়া সত্বেও বর্তমানে মুম্বইতে তাঁকে নিয়ে কোনও আলোচনাই নেই।
এই ছবি দেখে অনেকে যেমন তাঁকে প্রশংসা করেছেন, তেমন প্রবল নিন্দের মুখেও পড়তে হয়েছে তাঁকে। ছবি দেখে এক নেটিজেন লিখেছেন, ‘এমনটা তখনই হয় যখন ফর্ম থেকে পড়ে যাওয়া কোনও অভিনেত্রী আপনার মনোযোগ আকর্ষণ করতে চায়।’ আবার অন্য একজন তো তাঁকে সরাসরি প্রশ্নই করে বসেছেন, ‘আপনি আসলে এমনটা কেন করছেন?’
[সুজয়কে ‘খোকা’ সম্বোধন অমিতাভের, জানেন কী পরামর্শ দিলেন?]
সাম্প্রতিক সময়ে আমিশার এমন চেষ্টা এটাই প্রথম না। কিছুদিন আগে সুইমিং পুলে সুইমস্যুটে নানা পোজের ছবি আপলোড করেছিলেন তিনি এবং তখনও তাঁকে নিয়ে আপত্তিকর নানা মন্তব্য করেছিলেন বহুজন।
তবে সূত্র বলছে, চলতি বছরেই নাকি আমিশার দু-দুটো ছবি রিলিজ হওয়ার অপেক্ষায় আছে। তাই ধারণা করা যেতেই পারে, আবার লাইমলাইটে ফিরে আসার জন্য নিজেকে এভাবে নতুন করে তুলে ধরার প্রয়াস করে চলেছেন এই অভিনেত্রী।
[শাড়ি তাঁর জীবনে ডেকে আনল অশান্তি, ফের সোশ্যাল সাইটে ট্রোলড হলেন স্বরা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.