Advertisement
Advertisement

ইন্দ্রাশিসের ‘পার্সেল’ মন ছুঁয়েছে ঋতুপর্ণার, ব্যাপারটা কী?

কী বলছেন অভিনেত্রী?

Indrasis Achary's next venture 'Parcel'
Published by: Sayani Sen
  • Posted:March 14, 2019 8:14 pm
  • Updated:March 14, 2019 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও শাশ্বতর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে৷ সৌজন্যে পরিচালক ইন্দ্রাশিস আচার্য৷ ‘বিলু রাক্ষস’-এর পর ‘পার্সেল’ ছবিতেই একসঙ্গে দেখা যাবে দু’জনকে৷ সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই ছবির শুটিং এখনও সেভাবে শুরু হয়নি৷ ছবি মুক্তির দিনক্ষণও এখনও জানাননি পরিচালক৷

[বলিউডে সৃজিতের নতুন ছবি, অভিনয়ে নওয়াজ-মনোজ?]

কোন গল্পের উপর নির্ভর করে তৈরি হচ্ছে ‘পার্সেল’? এ বিষয়ে নিজেই জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ তিনি বলেন, ‘‘এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ছবি৷ ভয় একটি সম্পর্কে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য৷ এই ছবিতে এক্কেবারে একটি চ্যালেঞ্জিং রোল আমার৷ তাই মন প্রাণ দিয়ে সেরা অভিনয়ের চেষ্টা করছি৷’’ ইন্দ্রাশিসের সঙ্গে কাজের অভিজ্ঞতা এক্কেবারে অন্যরকম বলেই দাবি অভিনেত্রীর৷ এই ছবির চিত্রনাট্য যেমন মন ছুঁয়ে গিয়েছে ঋতুপর্ণার, তেমনই আবার গানগুলিও তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে৷ তাই তো এই ছবির ব্যাপারে উৎসাহের পারদ ঊর্ধ্বমুখী অভিনেত্রীর৷ অভিনেত্রী ছবি নিয়ে মুখ খুলেছেন ঠিকই৷ তবে পরিচালক এ বিষয়ে এখনই বিশেষ কিছু বলতে নারাজ৷ সাইকোলজিক্যাল থ্রিলারের পরিচালক পুরো ব্যাপারটা গোপন রাখতেই ইচ্ছুক৷ তিনি বলেন, ‘‘একটি পার্সেলকে কেন্দ্র করেই ছবি শুরু হবে৷ প্রথম দৃশ্যেই দেখা যাবে একজন গৃহবধূ দরজা খুলে অপরিচিত ব্যক্তির হাত থেকে একটি পার্সেল নিচ্ছেন৷ তারপর ওই পার্সেলকে কেন্দ্র করেই এগোবে গল্প৷’’

Advertisement

[মেয়ের কাণ্ডকারখানায় বিরক্ত স্বস্তিকা, কিন্তু কেন?]

ছবিতে ঋতুপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়৷ এর আগে ‘প্রাক্তন’-সহ বেশ কয়েকটি ছবিতে দু’জনকে এক ফ্রেমে দেখা গিয়েছিল৷ এছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্যকে ‘পার্সেল’-এ দেখা যাবে৷ ছবির শুটিং নিয়ে বিশেষ তাড়াহুড়ো করতে রাজি নন পরিচালক৷ কবে ছবি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও জানা যায়নি৷ ইন্দ্রাশিসের ‘বিলু রাক্ষস’ সেভাবে ব্যবসা করতে পারেনি ঠিকই৷ তবে গল্প দর্শকদের মন ছুঁয়েছিল৷ এখন দেখার ‘পার্সেল’ দর্শকদের ভাল লাগে কি না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement