Advertisement
Advertisement

Breaking News

‘বেফিকরে’র গানে যেন পর্দায় প্রেমের পদ্য লিখলেন আদিত্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর আটেক পরে ফের পরিচালকের আসনে ফিরেছেন আদিত্য চোপড়া৷ দিলওয়ালে যে দুলহনিয়াকে নিয়ে যাবেই, সে স্বপ্ন দেখাতে পারেন তিনিই৷ পর্দা ছাপিয়ে যা হয়ে উঠেছে প্রজন্মের নিজস্ব ভালবাসার ভাষা৷ ‘মোহব্বতে’ থেকে ‘রব নে বনা দি জোড়ি’তে তিনিই নয়া জেনারেশনকে শুনিয়েছিলেন প্রেমের অন্যতর ভাষ্য৷ সেই পরিচালক যখন ফের ক্যামেরার ওপারে, তখন স্বাভাবিক ভাবেই রুপোলি […]

In Befikre's First Song Aditya Chopra Pays tribute to Kiss
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 8:21 pm
  • Updated:September 9, 2016 10:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর আটেক পরে ফের পরিচালকের আসনে ফিরেছেন আদিত্য চোপড়া৷ দিলওয়ালে যে দুলহনিয়াকে নিয়ে যাবেই, সে স্বপ্ন দেখাতে পারেন তিনিই৷ পর্দা ছাপিয়ে যা হয়ে উঠেছে প্রজন্মের নিজস্ব ভালবাসার ভাষা৷ ‘মোহব্বতে’ থেকে ‘রব নে বনা দি জোড়ি’তে তিনিই নয়া জেনারেশনকে শুনিয়েছিলেন প্রেমের অন্যতর ভাষ্য৷ সেই পরিচালক যখন ফের ক্যামেরার ওপারে, তখন স্বাভাবিক ভাবেই রুপোলি পর্দায় রোমান্সের হাওয়া খেলে যাওয়ার প্রত্যাশা নিয়েই অপেক্ষায় দর্শক৷ আগামী ছবি ‘বেফিকরে’র প্রথম গানেই আদিত্য বুঝিয়ে দিলেন, সে প্রত্যাশা তিনি কানায় কানায় পূর্ণ করতে চলেছেন৷

অধরের কানে অধরের ভাষা যেভাবে পর্দায় উঠে এসেছে, বলা ভাল তুলে এনেছেন আদিত্য, তার তুলনা হতে পারে সার্থক কোনও প্রেমের কবিতাই৷ এবং আছে চমকও৷ ছবির পোস্টারে নায়ক-নায়িকা, অর্থাৎ রণবীর সিং ও বাণী কাপুরকে চুম্বনরত দেখা গিয়েছিল৷ তাই প্রথম গান ‘লাবোঁ কি কারোবার’-এ তাঁদেরই অন্তরঙ্গতা নতুন মাত্রায় পৌঁছবে, এমনটাই আঁচ করেছিলেন সকলে৷ কিন্তু আদিত্য যে বরাবরই ছক ভাঙা কাজে বিশ্বাসী৷ আর তাই ছবির প্রথম প্রকাশিত গানে থাকলেনই না রণবীর-বাণী৷ থাকল প্রেম ও চুম্বন৷ যে চুম্বন কোনও সীমানা মানে না, যেখান থেকে হয়তো শুরু প্রতিটি প্রেমের গল্পের, যে চুম্বন মুহূর্তে রঙিন করে দিতে পারে এ ধূসর দুনিয়াকে-তা দিয়েই পর্দায় যেন প্রেমের পদ্য লিখলেন আদিত্য৷

Advertisement

এ গান তৈরি করেছেন বিশাল-শেখর৷ যাঁর কথায় সুরের ডানা খুঁজে পেয়েছে চুম্বন, তিনি জয়দীপ সাহানি৷ পাপনের দরাজ কণ্ঠ মুহূর্তে শ্রোতাকে টেনে নিয়ে যেতে পারে সেই দুনিয়ায়, যেখান থেকে উৎসারিত হয় চুম্বনের গভীরতা ও ব্যাপকতার অনুভব৷

চলতি হিন্দি সিনেমার গানে নায়ক-নায়িকার বোল্ড হওয়া আর নতুন কোনও ফ্যাশন নয়৷ আকছার চুমুর দৃশ্য রীতিমতো ক্লিশেই হয়ে গিয়েছে বলা যায়৷ আদিত্য দেখালেন ক্লিশের ভিতর থেকে কীভাবে ফুটিয়ে তোলা যায় অন্যরকম সৌন্দর্য৷ চুম্বন মানেই যে ভালগারিটি নয়, নিছক যৌনতা নয়, চুম্বনে নিহিত সুন্দরের সে খোঁজ দিয়ে আদিত্য এ গানে যেন নয়া বার্তা দিলেন জেন ওয়াইকে৷

থাকল সে গান, দেখে নিন-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement