Advertisement
Advertisement

Breaking News

আবার বছর কুড়ি পর…মঞ্চ মাতালেন এভারগ্রিন রেখা

দেখুন ভিডিও৷

IIFA Awards 2018: Rekha performs on stage after 20 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 1:46 pm
  • Updated:June 25, 2018 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে হালকা গোলাপি রঙের আনারকলি৷ সেই পরিচিত মুদ্রা৷ সেই অকৃত্তিম লাস্য আর অনুনকরণীয় অভিব্যক্তি৷ সুরের মায়ায় ভাসছে মঞ্চ৷ আর স্মৃতির মায়ায় বুঁদ দর্শকরা৷ আবার বছর কুড়ি পর…এক অভাবনীয় সন্ধের সাক্ষী হলেন দর্শকরা৷ এ বছরের আইফা অ্যাওয়ার্ডস-এর মঞ্চে পারফর্ম করলেন এভারগ্রিন রেখা৷

[  ময়দানের লড়াই আর বাঙালির দেশপ্রেম, ‘গোল্ড’-এর ট্রেলারে মেশালেন অক্ষয় ]

Advertisement

আইফার মঞ্চ মানেই নানা চমক৷ ভারতীয় সিনেমার উদযাপন৷ স্টারদের আলো৷ গ্ল্যামার আর গ্লিৎজের চলকে পড়া উচ্ছ্বাস৷ তবে এবার গোড়া থেকেই খবরের শিরোনামে রেখা৷ প্রায় দু’দশক পরে আইফার মঞ্চে পারফর্মের সম্মতি দিয়েছিলেন তিনি৷ আর তাতেই উদগ্রীব ছিলেন তাঁর অনুরাগীরা৷ নানা অ্যাওয়ার্ড সেরিমনিতে তাঁকে দেখা গিয়েছে৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দর্শকের ভূমিকায়৷ কখনও বা অ্যাওয়ার্ড দিতে উঠেছেন তিনি৷ কিন্তু পারফর্ম করেননি৷ তালে তালে সামান্য পা মেলানো- দুধের স্বাদ ঘোলেই মেটাতে হয়েছে দর্শকদের৷ কিন্তু এবার আর বঞ্চিত হতে হল না৷ পারফর্ম করলেন একের পর এক গানে৷ ভারতীয় সিনেমার ইতিহাসে যা এক একটা মাইলফলক৷ আসলে এই তেষট্টিতে এসে তিনিই তো বলতে পারেন, ‘দিল চিজ ক্যায়া হ্যায়, আপ মেরে জান লিজিয়ে’৷ কিংবা আনারকলিতে ঢেউ তুলে তিনিই তো বুঝিয়ে দিতে পারেন, ‘সালাম-এ-ইশক’৷ ‘উমরাও জান’ হয়েও তিনি পৌঁছে যেতে পারেন ‘মুঘল-ই-আজম’-এ৷ আজও তিনি যখন বলেন, প্যায়ার কিয়া তো ডরনা কিয়া, তখন যেন ভরসা প্রায় প্রেম৷ বছর কুড়ি পর স্টেজে পারফর্ম করে রেখা যেন ফের বুঝিয়ে দিলেন, বয়স স্রেফ সংখ্যামাত্র৷

[  অর্গ্যাজমের দৃশ্যে কেন লতার গান? করণের উপর ক্ষুব্ধ মঙ্গেশকর পরিবার ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement