Advertisement
Advertisement

Breaking News

শ্রীদেবীর হয়ে পুরস্কার নিতে গিয়ে আইফার মঞ্চে চোখে জল বনির

আইফার মঞ্চে কারা পেলেন সেরার শিরোপা, দেখে নিন৷

IIFA 2018: Boney Kapoor gets emotional receiving Sridevi's best actress prize
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 3:42 pm
  • Updated:June 25, 2018 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পুরস্কার আগেই এসেছে৷ আইফার মঞ্চেও সেরা অভিনেত্রী তিনি৷ কিন্তু তাঁর দেখা নেই৷ দেখা পাওয়ার কথাও নয়৷ হয়তো অন্য কোথাও বসে তিনি এসব দেখছেন৷ কিন্তু শ্রীদেবীকে আর সশরীরে দেখতে পাবে না এ পৃথিবী৷ তবু শিল্পীর কাজ তো থেকেই যায়৷ সে কাজের জন্য পুরস্কারও আসে৷ স্ত্রীর হয়ে সে পুরস্কার নিতে গিয়ে আইফার মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর৷

[  আবার বছর কুড়ি পর…মঞ্চ মাতালেন এভারগ্রিন রেখা ]

Advertisement

চলতি বছরের আইফা এমনিতেই ছিল খবরের শিরোনামে৷ কুড়ি বছর এবার পারফর্ম করলেন বলিউডের এভারগ্রিন নায়িকা রেখা৷ রেখাকে আবার তাঁর পরিচিত মুদ্রায় ফিরে পাওয়া যেমন আনন্দের, তেমনই শ্রীদেবীর জন্য নামল বিষাদের ছায়া৷ ‘মম’ ছবির জন্য আইফার মঞ্চে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন শ্রীদেবী৷ কিন্তু এবার আর পুরস্কার নিতে তিনি উঠলেন না৷ তাঁর হয়ে ট্রফি হাতে নিলেন বনি কাপুর৷ কিন্তু এই আবেগঘন মুহূর্তে আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেকে৷ ভেঙে পড়লেন কান্নায়৷ পাশে দাঁড়িয়ে তাঁকে সান্ত্বনা দিলেন ছেলে অর্জুন কাপুর৷ বিবাদের দিন গিয়েছে৷ দূরত্বও কমেছে৷ শোক পিতা-পুত্রকে কাছাকাছি এনে দিয়েছিল৷ এদিনও তার প্রমাণ মিলল৷

[  ময়দানের লড়াই আর বাঙালির দেশপ্রেম, ‘গোল্ড’-এর ট্রেলারে মেশালেন অক্ষয় ]

জনপ্রিয় নায়িকা৷ তেমনই তুখড় অভিনেত্রী৷ সেই ‘সদমা’র দিন থেকেই নিজের অভিনয়ের প্রমাণ রেখেছেন তিনি৷ দিনে দিনে জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন৷ কিন্তু সেই সঙ্গে প্রায় প্রতি চরিত্রে তিনি বুঝিয়ে দিয়েছেন সফল নায়িকার সঙ্গে সফল অভিনেত্রী হওয়ার কোনও বিরোধ নেই৷ অদ্ভুত দক্ষতায় এ দু’টোর মিশেল ঘটাতে পেরেছিলেন তিনি৷ ‘মম’ শ্রীদেবীর দ্বিতীয় ইনিংসের ছবি৷ এর চরিত্রের জন্য নিজেকে ভেঙে গড়েছিলেন শ্রীদেবী৷ ছবি প্রশংসাও পেয়েছিল৷ কিন্তু স্বীকৃতি দেখে যেতে পারলেন না৷ তার আগেই দুবাইতে এক হোটেলে চিরঘুমে তলিয়ে গিয়েছেন নায়িকা৷

এদিন পুরষ্কার নিতে গিয়ে আবেগপ্রবণ বনি বললেন, জীবনের প্রতি মুহূর্তে শ্রীদেবীকে মিস করেন তিনি৷ এই পুরস্কার ‘মম’ ছবির সঙ্গে যুক্ত সকলকেই উৎসর্গ করলেন তিনি৷ তবে সেইসঙ্গে তাঁর একটাই প্রার্থনা, শ্রীদেবীকে সকলে যেমন ভালবাসতেন, সেই একই ভালবাসা-সমর্থন যেন তাঁর মেয়ে জাহ্নবীও পায়৷

আইফার মঞ্চে সেরার স্বীকৃতি পেলেন যাঁরাঃ

  • সেরা ছবি- তুমহারি সুলু
  • সেরা পরিচালক- সাকেত চৌধুরি (হিন্দি মিডিয়াম)
  • সেরা অভিনেত্রী- শ্রীদেবী (মম)
  • সেরা অভিনেতা- ইরফান খান (হিন্দি মিডিয়াম)
  • সেরা গায়ক(পুং)- অরিজিৎ সিং
  • সেরা গায়িকা- মেঘনা মিশ্র
  • সেরা গীতিকার- মনোজ মুন্তাসির

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement