সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ এবার থেকে যে কোনও ভারতীয় সিনেমা অস্কারে অংশ নিলেই পুরস্কার পাবে ১ কোটি টাকা৷ এছাড়া কান, ভেনিস চলচ্চিত্র উৎসবে যে সব ছবি অংশ নেবে, সেগুলিকেও দেওয়া হবে ৫০ লক্ষ টাকা অর্থমূল্যের পুরস্কার৷
মেনস্ট্রিম ছবি ও অন্যধারার ছবির মধ্যে প্রধান ফারাক হয়ে দাঁড়ায় ব্যবসায়িক সাফল্য৷ গুণমানে অনেক ভাল হলেও মেনস্ট্রিম ছবির ব্যবসায়িক সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারে না ভিন্নধারার ছবিগুলো৷ ফলত বিদেশী চলচ্চিত্র উৎসবে দেখানোর মতো ছবি তৈরি করার আগ্রহ কমে পরিচালকদের৷ অনেক সময়ই অর্থের অভাবে এ ধরনের কাজও করতে পারেন না পরিচালকরা৷ প্রযোজকরাও ভিন্নধারার ছবির বিষয়ের প্রতি তেমন উৎসাহ দেখান না৷ এই পরিস্থিতি পাল্টাতেই নড়েচড়ে বসল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক৷ ভারতীয় ছবিকে প্রমোট করতে বড় অঙ্কের অর্থমূল্যের পুরস্কার আনার পরিকল্পনা নেওয়া হতে পারে শিগগিরি৷
এছাড়া ভারতে শুটিংয়ের পরিস্থিতি সহজ করতেও কিছু পদক্ষেপ নেওয়ার ভাবনা চলছে৷ বিদেশি পরিচালকরা যাতে সহজে এসে কাজ করতে পারেন তার জন্য বিশেষ ভিসা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ ঠিক একই কারণে পুরস্কারের প্রস্তাবও আনা হয়েছে৷ যত বেশি সংখ্যক ভারতীয় ছবি আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেবে, ততই আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের নাম পরিচিত হবে৷ ক্যাবিনেটের সবুজ সংকেত পেলেই চালু হবে এই পুরস্কার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.