সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় তাঁর উপস্থিতি মানেই ‘চিনি কম’ ঝাঁঝ বেশি। উল্টোদিকে যত বড়ই অভিনেতা হোন না কেন, দর্শকদের নজর তাঁর উপর পড়তে বাধ্য। বলিউডে দুই দশক কাটিয়েও ‘হায়দার’-এর মতো ছবি সিনেপ্রেমীদের উপহার দিয়ে চলেছেন টাব্বু। কিন্তু আজও মনের মানুষের দেখা নেই তাঁর ব্যক্তিগত জীবনে। প্রেমটা আদতে তেমনভাবে করেই উঠতে পারেননি নায়িকা। আর এর জন্য কে দায়ী জানেন? তাঁর ‘দৃশ্যম’ পার্টনার অজয় দেবগণ। আজ্ঞে হ্যাঁ, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন নায়িকা নিজে।
[ছবির প্রচারে ওয়ার্ল্ড ট্যুরে রজনীকান্ত আর অক্ষয়]
না, ভয় পাওয়ার কোনও কারণ নেই। অজয়-কাজলের ভরা সংসারে ভাঙন ধরার কোনও সম্ভাবনা নেই। এর নেপথ্যে রয়েছে অন্য কারণ। আসলে, পর্দায় হিট জুটি হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই অভিন্ন হৃদয় বন্ধু অজয় ও টাব্বু। সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, তাঁর খুড়তুতো ভাই সমীরের প্রতিবেশী ছিলেন অজয়। সেই সূত্রেই ২৫ বছরেরও বেশি বন্ধুত্ব দু’জনের। সমীর ও অজয়ের দাদাগিরিতেই কোনও ছেলে নাকি টাব্বুর কাছে ঘেঁষতে সাহস করতেন না। যদি বা কেউ একটু চেষ্টাও করতেন, অজয় ও সমীরের হুমকির চোটে নাকাল হয়ে ফিরে যেতেন। এই কারণেই কম বয়সে আর প্রেমটি করা হয়ে ওঠেনি টাব্বুর। তাঁর আশা, অজয় নিশ্চয়ই এর জন্য একদিন আফশোস করবেন।
[৫০০ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়াল শাহরুখ-নওয়াজের]
কিন্তু এতকিছুর পরও আজও অজয় তাঁর খুব ভাল বন্ধু। দু’জনকে খুব শিগগিরিই একসঙ্গে দেখা যাবে রোহিত শেট্টির ‘গোলমাল এগেইন’-এ। ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সিরিয়াস ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার একটু হালকা মেজাজের ছবি করতে চান টাব্বু। এই কারণেই গোলমাল সিরিজকে বেছে নিয়েছেন তিনি। তাও অবশ্য কাকতালীয়ভাবেই। একটি পার্টিতে এমনিই রোহিতের কাছে নিজের মনের কথা জানিয়েছিলেন টাব্বু। রোহিত যে তা সত্যি মেনে নেবেন, তিনি ভাবতে পারেননি। অবশ্য এখন ছবির শুটিং বেশ উপভোগ করছেন নায়িকা।
[মুসলিম হয়ে পরনে শাড়ি কেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সোহা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.