Advertisement
Advertisement

Breaking News

জানেন, কেন শাহরুখ নিজেকে মিথ্যেবাদী তকমা দিলেন?

শাহরুখ কখনওই চান না তাঁকে নিয়ে তৈরি হোক বায়োপিক।

I am a ‘Professional liar’, says Shah Rukh Khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2017 12:39 pm
  • Updated:June 27, 2017 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে নিজের অভিনয় জীবনের ২৫ বছর সম্পূর্ণ করলেন শাহরুখ খান। ২৫ বছর কাটিয়ে তিনি মনে করেন অভিনয় জগতে এসে তিনি মিথ্যেবাদী হয়ে গেছেন। এখানেই শেষ নয়, কখনও কখনও নাকি নিজের এই স্টারডম বিশ্বাস করতে পারেন না বলিউডের বাদশা। তিনি কখনই চান না তাঁকে নিয়ে কোন বায়োপিক তৈরি হোক। কিন্তু কেন এরকম বললেন শাহরুখ, সে প্রশ্নই তাঁর ফ্যানেদের মনে।

 [ইদের আবহেও সেন্সর বোর্ডের কড়া সমালোচনায় শাহরুখ]

Advertisement

১৯৯২ মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দিওয়ানা’। প্রথম ছবিতেই বাজিমাত করেন বলিউডের এই নতুন অভিনেতা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি নাকি কখনই বড়পর্দায় দেখেননি এই ছবি। প্রথম ছবি রিলিজ করার পর রীতিমতো ভয়ে দিন কাটাতেন তিনি। দর্শক কি আদৌ তাঁকে পছন্দ করবে। সংশয়ে দিন কাটত কিং খানের। একদিন সলমন খানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন শাহরুখ, সে সময় ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন সেলিম খান। শাহরুখকে দেখে তিনি বলেন, “আপনার সিনেমা খুব চলছে, আপনি খুব তাড়াতাড়ি স্টার হয়ে যাবেন”। তবে দিওয়ানা দেখে মেহেবুব স্টুডিওতে শাহরুখকে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাকেশ রোশন। বলেছিলেন,“তুমি স্টার হয়ে গেছ”। কিন্তু তাঁর কথা বিশ্বাস করেননি শাহরুখ। একদিন সেলুনে গিয়ে শুনতে পান একটি ছেলে শাহরুখ খানের মতো চুল কাটতে চাইছেন। সেদিন প্রথম জনপ্রিয়তার স্বাদ পান শাহরুখ। বাড়িতে এসে প্রথম সেই উপলব্ধি শেয়ার করেছিলেন স্ত্রী গৌরীর সঙ্গে।

তবে এই স্টারডম কোনও কোনও কারণে পছন্দ করেন না শাহরুখ নিজে। কারণ ইচ্ছে থাকলেও নিজের পছন্দের কার্গো পরতে পারেন না তিনি। নিজের পছন্দে ঘুরতেও পারেননা। তবে এই অভিনয়জগতে এসে তিনি ক্রমশই মিথ্যেবাদী হয়ে উঠেছেন বলে মনে করেন কিং খান। নিজেকে প্রথমসারির মিথ্যেবাদী আখ্যা দিলেন তিনি নিজেই। যে সব মিথ্যা কথা তিনি বলে থাকেন সেইসব মিথ্যেকে নিয়েই বাঁচেন তিনি। ভাল মিথ্যেবাদী না হলে ভাল অভিনেতা কোনদিনই হতে পারতেন না, এমনটাই মত শাহরুখের।

[প্রথম ভারতীয় ছবি হিসেবে ২০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’]

তাঁর জীবনে নানা উত্থান পতন। কিন্তু তিনি কখনই চান না যে তাঁকে নিয়ে কেউ বায়েপিক তৈরি করুক। কেন চান না তিনি যে তাঁর জীবনের গল্প উঠে আসুক সেলুলয়েডে। শাহরুখ জানান, সবাই তাঁর সাফল্যের গল্পই জানে, কিন্তু সাফল্যের গল্প আদতে খুবই একঘেয়ে হয়। ব্যর্থতা না থাকলে সাফল্যের সেই স্বাদ পাবে না দর্শক। আর তিনি নিজে কখনই তাঁর ব্যর্থতার কথা বলতে চান না। একমাত্র তাঁর খুব কাছের লোকেরাই জানেন সেই গল্প। যা শাহরুখ কোনওদিনই জানাতে চান না সবাইকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement