Advertisement
Advertisement

Breaking News

সোশ্যাল মিডিয়ায় ফের তরজায় হৃতিক ও কঙ্গনা, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

জেনে নিন দু'পক্ষেরই কী বক্তব্য?

Huge spat between Hrithik Roshan and kangana's sister on social media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2017 3:33 pm
  • Updated:October 5, 2017 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনেই বলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রী। কিন্তু কাদা ছোড়াছুড়ির খেলায় গত এক বছরেরও বেশি সময় ধরে মেতেছেন দু’জনে। সাময়িকভাবে বন্ধ থাকলেও বৃহস্পতিবার হৃতিক রোশনের একটি ফেসবুক পোস্ট ফের একবার উসকে দিল বিতর্ক। জল এতটাই গড়াল যে পালটা বিবৃতি দিলেন কঙ্গনা রানাউতের বোন।

[বেহালার সুরে ‘ময়ূরাক্ষী’র কাহিনি নিয়ে আসছেন সৌমিত্র-প্রসেনজিৎ]

বছর খানেক আগে থেকেই বিস্তর গোলযোগ৷ তৈরি হয় বিতর্ক৷ এক মেরুতে কঙ্গনা রানাউত৷ অন্য মেরুতে হৃতিক৷ কঙ্গনার অভিযোগ, হৃতিক তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন৷ প্রত্যাশিতভাবেই সে অভিযোগ অস্বীকার করেন হৃতিক৷ কঙ্গনা তাঁকে ‘সিলি এক্স’ বলে ঠাট্টা করলে, হৃতিক পালটা ‘ওয়ান্ডার ওম্যান’ নিয়ে সন্দেহ প্রকাশ করে কটাক্ষ করেন৷ এতেই অবশ্য সবকিছু থামেনি৷ হৃতিক আইনি নোটিস পাঠায় কঙ্গনার বিরুদ্ধে৷ কঙ্গনাও ছাড়ার পাত্রী নন৷ তিনিও আইনি পথেই এর জবাব দেন৷ এই চলছিল৷ তারপর সময়ের কারণেই বিতর্কে থিতিয়ে পড়ে৷ দু’জনেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন৷

Advertisement

কিন্তু হঠাৎ করেই এদিন হৃতিক ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে কঙ্গনার নাম না করেই লেখেন, ‘ভেবেছিলাম কাজের মধ্যে থাকব। কোনও জল্পনা বা মিথ্যে অভিযোগের জবাব না দিয়ে চুপ করে থাকব। তাতে এই বিষয়টি নিয়ে গুঞ্জন থেমে যাবে। কিন্তু তাতে কিছুই হল না। উলটে আমার নামে মিথ্যে অপবাদ তৈরি হতে লাগল। আমার চরিত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা আর সহ্য করা যাচ্ছে না। আমি ওই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছি ঠিকই, কিন্তু এর বাইরে আমাদের কোনও দিন দেখা হয়নি। অথচ আমাকে একটা নোংরা খেলার মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে। এর থেকে আমাকে অব্যাহতি দিন। আমি আমার দোষ ঢাকতে কোনও দিনই উদ্যত হইনি। আমার একাধিক ভুয়ো ছবি দেখানো হয়েছে। কিন্তু আমি এবং আমার পরিবার এই নিয়ে কোনও কথা বলিনি। এমনকী আমার প্রাক্তন স্ত্রীও মুখ খোলেনি। কারণ আমাদের শিক্ষা দেওয়া হয় কোনও নারীর অপমান করা উচিত নয়। সেই শিক্ষার জন্যই এতদিন চুপ করে ছিলাম। কিন্তু আর সহ্য করা সম্ভব হচ্ছে না কারণ এর জন্য আমার পরিবার এমনকী আমার সন্তানদেরও ক্ষতি হচ্ছে।’

কিন্তু এরপরই মুখ খোলেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। নিজস্ব টুইটার হ্যান্ডেলে বেশি কয়েকটি টুইটও করেন। যার মধ্যে ছিল হৃত্বিকের করা একটি ইমেলের ছবিও। পাশাপাশি আলাদা দেখা না করার হৃতিকের দাবিকেও মিথ্যে বলে অভিহিত করেন। এছাড়া অভিযোগ তোলেন, হৃতিকের জন্যই কঙ্গনাকে কাজ পেতে মুশকিল হচ্ছিল। এমনকী তাঁর বোনের মানসিক রোগের শিকার হওয়ার জন্যও দায়ী হৃতিকই। বলেন, ‘যাঁরা কঙ্গনাকে দোষী মনে করছেন, তাঁরা জেনে রাখুন কয়েকমাস ধরে হৃতিকের পিআর কঙ্গনার নামে ভুয়ো খবর ছড়িয়েছে। এমনকী হৃতিকের জন্যই কঙ্গনার হাত থেকে অনেক কাজ চলে গিয়েছে।’
দেখে নিন সেই বিস্ফোরক টুইটগুলি:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement