Advertisement
Advertisement

অভিনয় নয়, ছেলেকে তীরন্দাজি শেখাচ্ছেন হৃতিক!

ভবিষ্যতে কি খেলোয়াড় হওয়ার লক্ষ্যে এগোচ্ছেন হৃতিক-তনয়?

hrithik-roshan-s-sons-legendary-warriors-in-the-making
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 1:49 pm
  • Updated:July 4, 2016 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের রোশন পরিবার মানেই সিনেমার সঙ্গে বাঁধা গাঁটছড়া৷ রাজেশ রোশন, রাকেশ রোশন থেকে পরবর্তী প্রজন্মে হৃতিক রোশন-সিনেমা ও সংগীতের পথেই হেঁটেছন সকলেই৷ তবে এবার কি একটু রদবদল! ভবিষ্যতে কি খেলোয়াড় হওয়ার লক্ষ্যে এগোচ্ছেন হৃতিক-তনয়? সম্প্রতি হৃতিকের ছেলের তীরন্দাজির এক ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ায় এমনই জল্পনা বলিপাড়ায়৷

দুই ছেলেকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন হৃতিক৷ মাদ্রিদে আইফা অ্যাওয়ার্ড সেরিমনিতে যোগ দিয়ে এবার আফ্রিকা সফরে তিনি৷ তাঁরা যে চুটিয়ে উপভোগ করছেন তা সুপারস্টারের ইনস্টাগ্রাম পোস্টেই স্পষ্ট৷ কোনও কোনও ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে ম্যাট্রেস পেতে লাফালাফি করছে বাচ্চারা৷ আর বাচ্চাদের খেলায় অংশ নিয়েছেন খোদ হৃতিকও৷ কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে, হাতে তীর-ধনুক নিয়ে নিশানা করছে হৃতিকের ছেলে৷ তাতে হৃতিকের মন্তব্য, যোদ্ধা তৈরি হচ্ছে ছেলে৷ এই ছবিই বাড়িয়েছে জল্পনা৷ তবে কি সিনে-পরিবারে এবার পেশায় স্বাদবদল! রোশন পরিবারের কেউ এবার পর্দা ছেড়ে খেলার মাঠ মাতাবেন! তা অবশ্য খোলসা করে বলেননি হৃতিক৷ তবে যে ইঙ্গিত দিয়ে রাখলেন, তাতে ভবিষ্যতে তাঁর ছেলে তীরন্দাজ হলে অবাক হওয়ার কিছু নেই৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement