Advertisement
Advertisement

সময়ের সরণি বেয়ে ‘মহেঞ্জোদরো’ সফরে যাবে বলিউড

প্রসঙ্গত, এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছিলেন আশুতোষ৷ বহু গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে 'মহেঞ্জোদরো'৷ প্রথম ঝলকেই মাত করেছেন হৃতিক৷

Hrithik Roshan goes time-travelling in Mohenjo Daro’s first look
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 3:03 pm
  • Updated:June 8, 2016 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলিজ করল ‘মহেঞ্জোদরো’ প্রথম মোশন পোস্টার৷ ‘যোধা-আকবর’ ছবির পর আবারও একবার আশুতোষ গোয়াড়িকরের পরিচালনা করা ছবিতে কাজ করতে দেখা যাবে বলিউডের গ্রীকগডকে৷
প্রসঙ্গত, এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছিলেন আশুতোষ৷ বহু গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ‘মহেঞ্জোদরো’৷ প্রথম ঝলকেই মাত করেছেন হৃতিক৷

CkWwGJoUUAAQaFE
আদিত্য রায় কাপুরের প্রযোজনায় এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১২ আগস্ট৷
প্রসঙ্গত, ‘মহেঞ্জোদরো’-র প্রথম টিজারও মুক্তি পেল একইসঙ্গে৷ বুদ্ধের জন্ম, ধর্মের আবির্ভাব এবং তথাকথিত ভারতের আবির্ভাবের আগের প্রেক্ষাপটে তৈরি এই ছবি বাস্তবেই একটি পিরিয়ড ড্রামা৷
দেখে নিন ছবির প্রথম টিজার:

Advertisement

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement