Advertisement
Advertisement

Breaking News

সুজানের সঙ্গে ফের সম্পর্কের জল্পনায় জল ঢাললেন হৃতিক

বিয়েটা তো আর প্ল্যান করে হয় না।

hrithik open up about sussanne
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 12, 2017 11:36 am
  • Updated:February 12, 2017 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবিল মুক্তি পাওয়ার পর সুজানকে যেভাবে হৃতিকের সঙ্গে দেখা যাচ্ছিল। তাতে মনে হতেই পারে হয়তো বা সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে চাইছেন তাঁরা। এ নিয়ে বিস্তর জল্পনাও শোনা গিয়েছে। ফাইনালি সব জল্পনা ওড়াতে মুখ খুললেন হৃতিক নিজে। সাফ জানিয়ে দিলেন, সুজান বা সে কেউই এরকম কিছু ভাবছে না।

চেনা মানুষের অচেনা মুখোশের কাহিনি নিয়ে আসছে ‘ছদ্মবেশী’

এক সংবাদমাধ্যমকে হৃতিক জানিয়েছেন, “আমি খুব খুশি। এবং সম্পূর্ণ। আমার চারপাশে অনেক ভালবাসা। নিজের কাজ করেও আমি খুব খুশি। আমার মনে হয় না এই মুহূর্তে আমার কোনও অভাব রয়েছে। আর বিয়ে বা জীবনসঙ্গী তো আর পরিকল্পনা করে পাওয়া যায় না। তাই আপনি কখনওই বিয়ের পরিকল্পনা করতে পারেন না।”

Advertisement

এরপরই তারকাসুলভ ভঙ্গিতে বলিউডের এই গ্রিক গড বলেন, “আমি আর সুজান খুব ভাল বন্ধু। আমরা এখনও একে অপরকে ভালবাসি। কেয়ার করি।” তবে কী সেই ‘বন্ধুত্ব’, ‘ভালবাসা’ই তাদের বারবার মুখোমুখি দাঁড় করাচ্ছে! হবে হয়তো!

তবে কঙ্গনার কেসটা? হৃতিকের সাফ কথা, “আমি যা ছিলাম, তাই আছি। কোনওএ কিছুই আমাকে টলাতে পারবে না। আমি কাউকে কোনও দোষ দেব না, অভিযোগ করব না, কৈফিয়তও দেব না। এটাই আমার জীবনদর্শন।”

‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষ্যে স্যামসাং নিয়ে এল একগুচ্ছ অবিশ্বাস্য অফার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement