Advertisement
Advertisement

Breaking News

আন্তর্জাতিক পোশাক বিপণির উপর কেন বেজায় চটলেন হৃতিক?

কিন্তু কেন?

Hrithik lashes at Tommy Hilfigern for using his kids in pictures
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 2:24 pm
  • Updated:February 10, 2017 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের ‘রইস’-এর সঙ্গে টক্কর দিয়ে মুক্তি পেয়েছিল ‘কাবিল’৷ জীবনের কঠিনতম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন হৃতিক৷ বক্স অফিসের ফলাফলের নিরিখে হিটের তকমা পেয়ে গিয়েছে তাঁর ছবি৷ এখন খোশমেজাজেই থাকার কথা বলিউড অভিনেতার৷ কিন্তু একটি ঘটনা বেজায় রাগিয়ে দিয়েছে রোশন পরিবারের তারকাকে৷ না কঙ্গনা রানাওয়াত নন, এবারে কারণ অন্য৷

এবারে বলিউডের ‘গ্রিক গড’কে রাগিয়ে দিয়েছে আন্তর্জাতিক পোশাক বিপণি টমি হিলফিগার৷ বলিউড তারকার অনুমতি ছাড়াই তাঁর ছবি নিজেদের পোশাকের প্রচারের জন্য ব্যবহার করেছে তাঁরা৷ শুধু তাই নয়, সেই বিজ্ঞাপনের যুক্ত করা হয়েছে হৃতিকের দুই সন্তান হৃহান ও হৃদানের ছবিও৷ এর বিরুদ্ধেই টুইটারে ক্ষোভে ফেটে পড়েছেন ডুগ্গু৷

Advertisement

আন্তর্জাতিক বিপণিকে রীতিমতো তুলোধনা করে লিখেছেন, তিনি কিংবা তাঁর ছেলেরা কেউই এই বিপণির পোশাক পরেন না৷ তাঁদের মেরুদণ্ড যদি হারিয়ে গিয়ে থাকে তবে হৃতিকের কাছে সাহায্য করার জন্য দারুণ টিম রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement