সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “উর্বশী উর্বশী, টেক ইট ইজি উর্বশী…” একসময় এই গানে কাঁপত আসমুদ্রহিমাচল। এ আর রহমান এমনই একটি সুর তৈরি করেছিলেন, যা আজও অমলীন। সেই সময় ‘উর্বশী’ নিয়ে যে ক্রেজ উঠেছিল, তা আজও কমেনি। জেনারেশনের পর জেনারেশন ধরে সেই ক্রেজ চলে আসছে। সেই গান এবার আবার এল নতুন রূপে। এবার কম্পোজার ব়্যাপ আর্টিস্ট হানি সিং। কিছুদিন আগেই সোশাল সাইটে এই মিউজিক ভিডিওর কথা ঘোষণা করেছিলেন হানি সিং। স্বভাবতই উত্তেজনার পারদ চড়ছিল। এবার সেই ভিডিও প্রকাশ্যে এল।
[ ‘পরকীয়াকে শাস্তির বাইরে এনে ভালবাসাকেই মর্যাদা দেওয়া হল’ ]
নতুন এই গানে সুর একই। এ আর রহমানের সুরের এখনেও রয়েছে। কিন্তু কথা আলাদা। নিজের লিরিক্স ওই সুরে বসিয়েছেন ব়্যাপার হানি সিং। তবে গানটি যে শুধু অডিওর মধ্যে সীমাবদ্ধ নেই। এর ভিডিও-ও হয়েছে। শাহিদ কাপুর আর কিয়ারা আডবানী গানটিতে পারফর্ম করেছেন। শাহিদ এমনিতেই ভাল ডান্সার। তাঁকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরং তাঁর থেকে এমন পারফরম্যান্স আশা করা অস্বাভাবিক নয়। কিন্তু কিয়ারা আডবানী? তিনি এখনে যা পারফর্ম করেছেন, তা সত্যিই অভাবনীয়। এই মিউজিক ভিডিওয় নাচে তিনি নজর কেড়েছেন। আর তাঁর স্ক্রিন প্রেজেন্সও এখানে বেশ ভাল। শাহিদ-কিয়ারার জুটি ‘উর্বশী’-কে এক নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে। গানটিতে কোরিওগ্রাফি করেছেন সঞ্জয় শেট্টি। আলাদা করে তাঁর নাম অবশ্যই করতে হয়। কিন্তু হতাশ করেছেন হানি সিং। তাঁর ব়্যাপ সেভাবে মন কাড়তে পারেনি।
[ ব্রিটিশদের বিরুদ্ধে ঠগদের লড়াই দেখাল ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ট্রেলার ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.