সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনেরই প্রথম ওয়েব সিরিজ। নাম ‘জাপানি টয়’। ফলে হইচই যে যথেষ্ট, তা নিয়ে সংশয় নেই। কথা হচ্ছে ইশা সাহা আর রাজদীপ গুপ্তর। ইশা তাঁর প্রথম সিরিয়াল ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’-এও রাজদীপের সঙ্গে কাজ করেছিলেন। সেই দু’জনে ফের পরস্পরের বিপরীতে। ‘জাপানি টয়’-এর পরিচালনায় সৌরভ চক্রবর্তী। এটি মূলত ডার্ক কমেডি। দেখা যাবে ‘হইচই’-এর প্ল্যাটফর্মে। ১২ মে অর্থাৎ শনিবার থেকে স্ট্রিমিং শুরু (প্রথম তিনটি এপিসোড)। আবার ১৯ মে থেকে পরের চারটি এপিসোড।
[গুপ্তচর হয়ে বাজিমাত আলিয়ার, কেমন হল মেঘনা গুলজারের ‘রাজি’?]
‘প্রজাপতি বিস্কুট’-খ্যাত ইশা অভিনয় করেছেন ‘কিঙ্কিণী’র চরিত্রে। তার সঙ্গে জয় অর্থাৎ রাজদীপের সাত বছরের প্রেম। জয় যেমন উত্তর কলকাতার ছেলে, কিঙ্কিণীও সেই পাড়াতেই থাকে। ইশা বলছেন, ‘একসময় জয় যখন দিল্লির চাকরি ছেড়ে কলকাতায় সেক্স টয় শপ খুলব বলে, বাকি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে রিঅ্যাক্ট করে, কিঙ্কিণীও সেভাবেই করেছে। ফলে কিঙ্কিণী আর জয়ের বিয়ে প্রায় ভেঙে যাওয়ার জোগাড়! সেই সময় জয় তাকে বোঝায় কেন দোকানটা খুলতে চায়। শেষপর্যন্ত কিঙ্কিণী বোঝেও। আস্তে আস্তে জয়ের সাপোর্ট সিস্টেমের একজন হয়ে ওঠে কিঙ্কিণী। জয়ের চরিত্রটা একটু উইয়ার্ড টাইপের। কখন যে কী করে বসে কে জানে! আর অন্যদিকে কিঙ্কিণী আবার সন্দেহ বাতিকগ্রস্ত।’
রাজদীপ কী বলছেন ওয়েবে নিজের প্রথম কাজ নিয়ে?
‘ভালই লাগছে। প্রচুর শেডস আছে চরিত্রটায়। তাছাড়া সৌরভকে আগে চিনতাম অভিনেতা হিসেবে, এবার পেলাম পরিচালক হিসেবে। আর ইশার সঙ্গেও বন্ধুত্ব রয়েছে। কারণ আমরা আগে ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ করেছি। জয়ের চরিত্রটা প্রচণ্ড স্মার্ট। চিন্তাভাবনায় খুব বাস্তববাদী আর খোলামেলা। জয় স্পষ্ট কথা স্পষ্ট করে বলে। সবটাই খুব স্বাভাবিক ওর কাছে। জয় আর কিঙ্কিণীর ছোটবেলার প্রেম। জয় যেটা করে কিঙ্কিণী জানে। জানে যে জয় ঠিকই করছে। কিঙ্কিণী ওর কনস্ট্যান্ট সাপোর্টার। কলকাতার ছেলে জয় দিল্লিতে চাকরি করতে যায়। ঝামেলায় পড়ে অনেকগুলো চাকরি সে দিল্লিতে হারিয়েছে। ফলে ফিরে আসে কলকাতায়। কারণ জয় আদতে চাকরি করতে চায় না। ব্যবসা করতে চায়। নিজের মতো থাকতে চায়। সিরিজটার নাম জাপানি টয় হলেও আদৌ সেক্স ওরিয়েন্টেড নয়। বলা যায় পলিটিক্যাল স্যাটায়ার। আমাদের হিপোক্রেসি নিয়ে কথা বলবে ছবিটা। অস্ত্র বা বিষয় হিসেবে সেক্স টয় নেওয়া হয়েছে। প্রথম ওয়েব সিরিজ হিসেবে এমন গল্পে সুযোগ পাওয়াতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’
[শ্রীদেবীর মৃত্যুতে নয়া তদন্তের মামলা খারিজ সুপ্রিম কোর্টে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.