Advertisement
Advertisement

Breaking News

নারদ নারদ! আমির-সলমনের ঝগড়ায় উত্তাল হল বলিউড!

ঝুলি থেকে নখ-দাঁত নিয়ে বেরিয়ে এসেছে শত্রুতার বিড়াল!

Here’s Why Aamir Khan Won’t Attend Salman Khan’s Birthday Bash
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 2:18 pm
  • Updated:December 15, 2016 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এইবার খেলা জমেছে! এমনটাই বলছেন বলিউডের নিন্দুকরা! তা, তাঁদেরই বা আর দোষ কী! চোখের সামনে দেখতেই তো পাচ্ছেন তাঁরা- ঝুলি থেকে নখ-দাঁত নিয়ে বেরিয়ে এসেছে বিড়াল! সে গজরাচ্ছে, যেন বা ধরাশায়ী করতে চাইছে প্রতিপক্ষকে!
এবার একটা প্রশ্ন উঠতেই পারে- বিড়ালটি কে? আমির খান না সলমন খান?
আহা, ওটা বলিউডের নিন্দুকদের দেওয়া একটা উপমা বই আর কিছু নয়! আসলে আমির খান আর সলমন খানের মধ্যে পুরনো ঝগড়া ফের শুরু হয়েছে! তাই সেটাই বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সবাই! তা, ঝগড়াটি যে ফের শুরু হল, সেটা মালুম পড়ল কী ভাবে?
হয়েছে কী, ব্যাপারটা শুরু করেছেন সলমন খানই! তিনি নিয়ম করে শাহরুখ খানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। অথচ, এই যে সামনে মুক্তি পাচ্ছে আমির খানের দঙ্গল, তা নিয়ে তিনি সামান্যতম ট্যাঁ-ফুটিও করছেন না! কারণটা তো একটাই- ‘দঙ্গল’ বনাম ‘সুলতান’! দুটো ছবিরই প্রেক্ষাপটে রয়েছে দুই কুস্তিগিরের জীবন, তাই প্রত্যাশা মতোই বিবাদ শুরু হয়ে গিয়েছে। যদিও এর আগে একবার মৃদু ভাবে ‘দঙ্গল’-এর প্রশংসা করেছিলেন সলমন। বলেছিলেন, এই ছবির চিত্রনাট্য ‘সুলতান’-এর চেয়ে অনেক ভাল!
কিন্তু, সেটা যে ছিল নিছকই কথার কথা, সেটা টের পাওয়া গেল এবারে! দঙ্গল-এর মুক্তির দিন এগিয়ে আসা সত্ত্বেও তাঁর নীরবতা দেখে! ফলে, আমির খান ব্যাপারটায় যারপরনাই অপমানিত বোধ করেছেন। সেইমতো, তিনি সলমনের জন্মদিনের পার্টিতেও যাচ্ছেন না। কারণ হিসেবে দেখাচ্ছেন বিবাহবার্ষিকীর ছুতো! ওই সময়টায় তাঁর আর কিরণের বিবাহবার্ষিকীর তারিখ পড়বে, তাই তিনি ঘনিষ্ঠ বন্ধু আর স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছেন পঞ্চগনি। কাজেই পনভেলে সলমনের খামার বাড়িতে জন্মদিনের পার্টিতে তাঁর আর যাওয়া হবে না।
ভাবছেন, এটা একটা জুতসই কারণ? মোটেই না! আমির কি চাইলে বেড়ানোটা একটু পিছিয়ে দিতে পারতেন না? তাহলে?
নারদ নারদ! আর কী বা বলার থাকতে পারে!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement