Advertisement
Advertisement

Breaking News

দীপিকা নয়, রণবীরের স্ত্রীর ভূমিকায় অন্য কেউ!

কে এই অভিনেত্রী?

Here’s Who Is Playing Ranveer Singh’s Wife In Padmavati
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 6:58 pm
  • Updated:October 25, 2016 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন দীপিকা নিজের পছন্দের অভিনেতাকে বেছে নিচ্ছেন নিজের স্বামীর চরিত্রে অভিনয় করার জন্য, অন্যদিকে রণবীর কি চুপচাপ দমে যাওয়ার পাত্র? কখনই নয়৷ আর তাই তাঁর আগামী ছবিতে অদিতি রাও হায়দারিকে বিপরীতে পেয়ে বেজায় খুশি বলিউডের ‘নটি বয়’৷ জানা গিয়েছে, পরিচালক সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘পদ্মাবতী’তে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন অদিতি৷ পরিচালক বনশালি আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁর আগামী ছবি ‘পদ্মাবতী’-র মুখ্যচরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন৷ আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করার কথা ছিল রণবীরের৷ আর খবর অনুযায়ী আলাউদ্দিনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অদিতিকে৷

aditi-rao-hydari-net-worth

Advertisement

জানা গিয়েছে, শীঘ্রই শুটিংয়ে যোগ দেবেন অদিতি৷ এই প্রথম রণবীরের বিপরীতে কাজ করবেন এই বলি ডিভা৷ ‘পদ্মাবতী’ ছবিটিতে একদিকে যেমন প্রথমবার দীপিকার বিপরীতে কাজ করতে দেখা যাবে শাহিদ কাপুরকে, অন্যদিকে রণবীরের বিপরীতে দেখা যাবে অদিতিতে৷ এই দুই জুটির নতুন কেমিস্ট্রি কেমন হবে তা জানতেই এখন মুখিয়ে রয়েছে বলিউড৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement