Advertisement
Advertisement
রং

দোলের রঙে ভাসল টলিপাড়া, কী করলেন সেলেবরা?

সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন সেলেবরা৷

heres-how-the-tollywood-actress-enjoyed-the-festival-of-colour
Published by: Sayani Sen
  • Posted:March 21, 2019 5:51 pm
  • Updated:March 21, 2019 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবির-রঙে ভাসছে গোটা দেশ৷ বসন্তের শেষ প্রহরে একে-অপরকে রাঙিয়ে দেওয়ার পালা শেষের দিকে৷ নিশ্চয়ই আপনারও এতক্ষণে রং মাখা হয়ে গিয়েছে৷ আপনার কাছের মানুষগুলির অবস্থাও একইরকম, তাই তো? কিন্তু সেলেবদের কি অবস্থা? কেমনভাবে দোলে মাতলেন তাঁরা?

[চেনা আবেগের ছকে এক অচেনা পারিবারিক গল্প বলবে ‘বসু পরিবার’]

সারাবছর ব্যস্ত শিডিউল৷ লাইট, ক্যামেরা, অ্যাকশনেই দিন কাটে৷ কিন্তু দোলের দিনটা একটু স্পেশ্যাল৷ ওইদিন শুটিংয়ের ব্যস্ততা নেই৷ তাই সারাদিন ধরে নিজের বাড়িতে চেনা পরিচিতদের সঙ্গে কাটানোর দিন আজ৷ লেক গার্ডেন্সে নিজের বাড়ির ছাদে রঙের উৎসবে মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ আবিরে একে অপরকে রাঙিয়ে দিলেন৷ ডায়েটিং ভুলে করলেন মিষ্টিমুখ৷

Advertisement

RITUPARNA

চলতি বছর দোল খেলেছেন কি না, তা জানা যায়নি৷ তবে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দোলের শুভেচ্ছা জানাতে ভোলেননি টলিপাড়ার বহুচর্চিত মুখ স্বস্তিকা৷ নানা রঙের আবির মেখে ফেসবুকে নিজের একটি সুন্দর ছবি পোস্ট করেছেন তিনি৷ ইনস্টাগ্রামেও তাঁর সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে যুধাজিৎ দত্তকে৷ আজকের দিনটা যে এক্কেবারে অন্যরকমভাবে কাটিয়েছেন দু’জনে, তা আর বলার অপেক্ষা রাখে না৷

[হোলি মানেই অমিতাভ বচ্চনের কণ্ঠে ‘রং বরসে’, আবেগে ভাসলেন আবির]

বীরসার ‘বিবাহ অভিযান’ থেকে সরে এসেছেন৷ কারণ সামনেই বড় লড়াই৷ বর্তমানে ভোটপ্রচারেই বেশি ব্যস্ত৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর কথাই বলছি৷ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী৷ জানিয়েছেন সকলকে দোলের শুভেচ্ছা৷

[রাঙিয়ে দিয়ে যাও… কীভাবে রঙের উৎসবে মেতে ওঠেন সেলেবরা?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

COME LET’S CELEBRATE THE FESTIVAL OF COLOUR TOGETHER WITH LOVE WARMTH ND HAPPINESS IN ABUNDANCE.. HAPPY HOLI 🎨

A post shared by Mimi (@mimichakraborty) on

ইনস্টাগ্রাম খুললেই প্রতিদিন একের পর এক ছবি দেখা যায় ঋতাভরীর৷ আজকের বিশেষ দিনেও তাঁর অনুরাগীদের রঙিন শুভেচ্ছা জানিয়েছেন মুম্বই নিবাসী অভিনেত্রী৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Holi Expectations VS reality! Swipe 👉 Happy holi friends

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

সদ্যই মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা মজুমদার৷ বিয়ের পর প্রথম দোল তাই কাজের চাপে আজকের দিনটা নষ্ট করতে মোটেও রাজি নন তিনি৷ এদিন সকাল থেকে একে অপরকে রং গিয়ে ভরিয়ে দিয়েছিলেন সৌমিত্র-অঙ্কিতা৷ সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবিও পোস্ট করেছেন৷ সঙ্গে জানিয়েছেন রঙিন শুভেচ্ছা৷

[বিয়ের পর স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই কামব্যাক শুভশ্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement