সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই টুইটারে খবরের সূত্রটি দিয়েছিলেন রণবীর সিং। অনুরাগীদের জানিয়েছিলেন একটি ‘দুষ্টু’ সারপ্রাইজ নিয়ে আসছেন তিনি।
A ‘notorious’ surprise coming your way tomorrow
Stay Tuned…!
— Ranveer Singh (@RanveerOfficial) December 6, 2017
[রিয়্যালিটি শোয়ের সেটে কাঁদলেন ক্যাটরিনা, চোখের জল মোছালেন সলমন]
ঘোষণার পর থেকেই কৌতূহলী মনে প্রশ্নের উদ্রেক হয়েছিল। তাহলে কি ‘পদ্মাবতী’র নতুন ট্রেলার বা গান প্রকাশ্যে আসতে চলেছে? না, তা নয়। প্রকাশ্যে এল রণবীরের নতুন ছবির পোস্টার। যার পরিচালক রোহিত শেট্টি। ছবির নাম ‘সিমবা’। যেখানে রণবীর হয়েছেন ‘চুলবুল’ পুলিশ অফিসার।
SANGRAM BHALERAO aka #Simmba !!!! #RohitShetty@karanjohar @RelianceEnt@DharmaMovies@RSPicturez pic.twitter.com/nNFrys9P4G
— Ranveer Singh (@RanveerOfficial) December 7, 2017
[আরাধ্যাকে নিয়ে খোঁটা, মহিলাকে কী জবাব দিলেন অভিষেক?]
প্রথম ঝলকেই দাবাং পান্ডের কথা মনে করিয়ে দিয়েছেন রণবীর। অনেকেই বলছেন, সলমনের চুলবুল পান্ডের চরিত্রের সঙ্গে বেশ মিল রয়েছে রণবীরের এই নয়া অবতারের। কিন্তু শোনা যাচ্ছে, নতুন এই ছবি দক্ষিণী সুপারস্টার জুনিয়য় এনটিআর-এর ব্লকবাস্টার ‘টেম্পার’ ছবির রিমেক ভার্সান।
[আজব নামে চিনে মুক্তি পেতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’]
সাফল্যের একের পর এক ধাপ পেরিয়ে চলেছেন রণবীর। ‘পদ্মাবতী’র মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। তার উপরে আবার পরের বছর ‘গাল্লি বয়’-এর শুটিং শুরু করবেন। এরই মধ্যে রোহিত শেট্টির জন্য হয়েছেন পুলিশ অফিসার সংগ্রাম ভালেরাও। যাতে আবার করণ জোহরের ধর্মা প্রোডাকশনও অংশীদার। শোনা গিয়েছে, এমনিতে চঞ্চল স্বভাবের হলেও শুটিং নিয়ে বেশ সিরিয়াস রণবীর। এতে বেশ খুশি পরিচালক রোহিত শেট্টি। তাঁর দাবি, রণবীর সিংই দেশের পরবর্তী ‘সুপারস্টার’।
ছবিতে রণবীরকে নাকি প্রচুর স্টান্ট করতে দেখা যাবে। এমন স্টান্ট তাঁকে আগে করতে দেখা যায়নি। তাঁর নায়িকা সম্পর্কেও কোনও তথ্য এখনও মেলেনি। তবে ছবির মুক্তির তারিখ ঠিক হয়ে গিয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে রোহিত-রণবীরের এই কমেডি ফ্লিক।
[জানেন, ‘কেদারনাথ’ ছবির সেট তৈরিতে কত খরচ হয়েছে?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.