Advertisement
Advertisement

আলিয়াকেই ‘দুলহনিয়া’ করলেন বরুণ?

বরুণ-আলিয়া জুটির এই রোম্যান্স না দেখলে মিস করবেন৷

Here comes teaser of Varun-Alia’s Badrinath Ki Dulhania
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2017 12:23 pm
  • Updated:November 3, 2020 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ‘দুলহনিয়া’ নিয়ে বড়পর্দায় ফিরে আসছেন বরুণ ধাওয়ান৷ তবে এবারে আর হাম্পটি শর্মা হিসেবে নয় বদ্রিনাথ বনশল ও বদ্রি রূপে৷ তাঁর ‘পাঞ্জাবি কুড়ি’ আলিয়া এবার থাকছেন বৈদেহী হিসেবে৷ কাহিনি নতুন হলেও প্রেমের সেই পুরনো মিষ্টি ব্যাপার নিয়েই সেলুলয়েডে কামব্যাক করছে ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’৷ একটু বোকা, একটু কিউট, অনেকটা হ্যান্ডসম সেই বদ্রির প্রথম ঝলক রইল আপনার জন্য৷

বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি

Advertisement

নতুন এই কাহিনির সূত্রধর সেই পুরনো জুটিই৷ পরিচালক শশাঙ্ক খৈতান এবং প্রযোজক করণ জোহর৷ হোলির আগেই দর্শকদের মনে প্রেমের রং ধরাতে মুক্তি পাচ্ছে ধর্মা প্রোডাকশনের এই ছবি৷

বনশালি নিগ্রহের প্রতিবাদে ‘রাজপুত’ পদবী হটালেন সুশান্ত

২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’৷ দুষ্টু-মিষ্টি সেই প্রেমের কাহিনি বেশ মনে ধরেছিল দর্শকদের৷ এখনও দর্শকদের মুখে মুখে ফেরে ছবির গান৷ নতুন ছবির কাহিনি ও প্রেক্ষাপট পাল্টেছে৷ তবে দর্শকদের মনে বরুণ-আলিয়া জুটির অনস্ক্রিন প্রেমের সেই নস্টালজিয়াই রয়ে গিয়েছে৷ নতুন বছরে সেই নস্টালজিয়ার সঙ্গেই টক্কর দিতে হবে ‘বদ্রিনাথ’  ও তাঁর ‘দুলহনিয়া’কে৷

সলমনকে ‘বাঁচিয়ে’ মৃত্যুর হুমকি পেলেন আইনজীবী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement