Advertisement
Advertisement

Breaking News

ক্যাটরিনার জীবনে নতুন পুরুষ!

কার সঙ্গে জমল ক্যাটের এই নতুন প্রেমের ‘ফিতুর’?

Has Katrina Kaif found new love in Aditya Roy Kapoor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 5:37 pm
  • Updated:November 4, 2023 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে সলমন, পরে রণবীর, আবার ফিরে সেই সলমন৷ সম্পর্কের এই জটিল বৃত্ত থেকে বেরিয়ে না কি নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ৷ বলিউডে  আলোচনা হচ্ছে তাঁর নতুন প্রেমের ‘ফিতুর’ নিয়ে৷

পাত্র আর কেউ নন, ‘আশিকি’ বয় আদিত্য রয় কাপুর৷ ‘ফিতুর’-এর পর থেকেই দু’জনে ঘনিষ্ঠ বন্ধু৷ ঘনিষ্ঠতা নাকি একটু বেশিই বেড়েছে সাম্প্রতিক ‘ড্রিম টিম কনসার্ট’-এর সফরে৷ শোনা গিয়েছে, সারাক্ষণ জোড়ায় জোড়ায় ঘুরতে দেখা যাচ্ছে ক্যাট-আদিত্যকে৷

Advertisement

খবরের সত্যতা অবশ্যই তর্কসাপেক্ষ৷ তবে নিন্দুকদের মতে, যা রটে তা কিছু তো বটে৷ আর এই ‘বটে’ যদি সত্যি হয়, তাহলে বলিউড আরও এক রিয়েল লাইফ কাপল পেতেই পারে৷ তাতে রণবীর কাপুর বা সলমন খানের কী প্রতিক্রিয়া হবে, সে তো ভবিষ্যতই বলবে৷

fitoor-katrina-647_012116045924

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement