Advertisement
Advertisement

Breaking News

“সমকামিতায় জড়িয়ে পড়েছিলাম”, বিস্ফোরক স্বীকারোক্তি কঙ্গনার

নিজের হিংসের কথাও গোপন রাখেননি বলিউডের ক্যুইন৷ দেখুন সেই ভিডিও৷

Had same sex encounter, reveals Kangna Ranaut in Coffee with Karan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 20, 2017 1:59 pm
  • Updated:February 20, 2017 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক হয় হোক, কিন্তু নিজের রাজকীয় মেজাজের সঙ্গে আপস করতে নারাজ কঙ্গনা রানাওয়াত৷ ‘কফি উইথ করণ’-এর অনুষ্ঠানে এসেও সেই ধারাই বজায় রাখলেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত৷ একবার নাকি সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ খোলাখুলি সেই কথা স্বীকার করে নিলেন টেলিভিশনের ক্যামেরার সামনে৷

লাস্যময়ী জাহ্নবীর ‘ঠুমকা’য় মজল নেটদুনিয়া

Advertisement

সামনেই মুক্তি পাচ্ছে সইফ-কঙ্গনা-শাহিদের রঙ্গুন৷ তারই প্রচারে করণ জোহরের শোয়ে এসেছিলেন কঙ্গনা৷ শোয়ের শুরু থেকেই বিন্দাস মুডে ছিলেন অভিনেত্রী৷ একবার কঙ্গনার ইংরাজি বলার দক্ষতা নিয়ে ব্যাঙ্গ করেছিলেন করণ৷ শুরুতেই সেই প্রসঙ্গ তুলে প্রযোজক-পরিচালককে খোঁচা মারতে ছাড়েননি তিনি৷ বেশ কিছুক্ষণ কথা বলার পর যখন ‘কফি শট’ সেগমেন্ট শুরু হয়, আচমকা সমকামিতা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন করণ৷ করণের বাউন্সার সোজা ব্যাটেই খেলেন কঙ্গনা৷ এক চুমুক কফির ‘শট’ নিয়েই জানান৷ ক্যালিফোর্নিয়ায় যখন ছিলেন, এক বিদেশি মহিলা চুমু খেয়েছিলেন তাঁকে৷ বিষয়টিকে হাল্কাভাবেই নিয়েছিলেন কঙ্গনা কিন্তু পরদিনই মহিলা এসে নাকি প্রেম নিবেদন করে বসেন৷ তখন বাধ্য হয়েই তাঁকে না বলতে হয়েছিল৷

নকল করায় বেজায় চটে সুগন্ধাকে মারধরের হুমকি কঙ্গনার!

কঙ্গনার পাল্লায় পড়ে নবাবি মেজাজ ছেড়ে কিছুটা বেরিয়ে এসেছিলেন সইফও৷ এক সম্পর্কে থাকাকালীন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করে নেন তিনি৷ তবে সেসব এখন অতীত, সেকথা জানাতেও ভোলেননি সইফ৷ যেমন কঙ্গনা জানাতে ভোলেননি দঙ্গল-এর সাফল্যকে তিনি কতটা হিংসে করেন৷

দেখুন সেই এপিসোডের কিছু ঝলক –

নেটদুনিয়ায় সাহসী ছবি দিয়ে চূড়ান্ত অপমানিত হলেন এই অভিনেত্রী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement