Advertisement
Advertisement

ফোন সেক্স করেন, প্রকাশ্যেই কবুল প্রিয়াঙ্কার

ব্যক্তিগত জীবনের আর কী কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা?

Had Phone sex, reveals Priyanka at cofee with karan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 23, 2017 6:40 pm
  • Updated:January 23, 2017 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়া ছাপিয়ে তাঁর উড়ান এখন হলিউডের দিকে৷ সাফল্যের আলোকবৃত্ত তাঁকে ঘিরে থাকে৷ আর তার মধ্যেই তিনি ক্রমশ হয়ে উঠেছেন রহস্যময়ী৷ তবে কেউ কেউ পারেন সেই রহস্য ভেদ করতে৷ যেমন করণ জোহর৷ তাঁর শো ‘কফি উইথ করণ’-এ এসেই ব্যক্তিগত জীবনের অনেক কথাই ফাঁস করলেন প্রিয়াঙ্কা৷ এমনকী  জানালেন তাঁর ফোন সেক্স করার অভিজ্ঞতাও৷

প্রেমিকের ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন বলিউড অভিনেত্রী

নায়িকাদের নিয়ে গসিপের শেষ নেই৷ প্রিয়াঙ্কাকে নিয়েও বিভিন্ন সময় নানা কথা উঠেছে বলিপাড়ায়৷ কখনও তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নায়িকা৷ কখনওবা মুখে কুলুপ এঁটেছেন৷ তবে ঘরোয়া পরিবেশে সেসব নিয়েই খুল্লমখুল্লা তিনি৷ বলিউডে বিভিন্নজনের সঙ্গে তাঁর সম্পর্ক সমীকরণ নিয়ে যেমন জানালেন৷ তেমনই মুখ খুললেন ব্যক্তিগত বিষয় নিয়েও৷ প্রশ্ন ছিল, বিচ্ছেদের পরেও কি প্রাক্তন প্রেমিককে কখনও চুম্বন করেছেন? প্রিয়াঙ্কা জানালেন, তিনি করেছেন৷ পরের প্রশ্ন ছিল, ফোন সেক্স বিষয়ে৷ সেখানেও সম্মতি জানালেন প্রিয়াঙ্কা৷ কখনও কি প্রেমিকের সঙ্গে স্নান করেছেন? তাতেও প্রিয়াঙ্কা জানালেন, হ্যাঁ তিনি তা করেছেন৷ সেইসঙ্গে নায়িকার সলজ্জ উক্তি, তাঁর মা যেন এই এপিসোড না দেখেন৷

Advertisement

দীপিকার এ ছবিই ভাইরাল নেটদুনিয়ায়…কিন্তু সত্যিটা জানেন কি?

বলিউডে নায়িকাদের অবস্থান নিয়েও এদিন মুখ খোলেন প্রিয়াঙ্কা৷ ঐশ্বর্য থেকে কাজলরা যেভাবে বিয়ের পরেও কাজ চালিয়ে যাচ্ছেন ও নিজেদের সুপারস্টারডম ধরে রেখেছেন, সেই ক্ষমতাকে কুর্নিশ জানালেন প্রিয়াঙ্কা৷

ফের দেশদ্রোহী তকমা, শাহরুখকে কটাক্ষ বিজেপি নেতার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement