Advertisement
Advertisement

কেমন ছিল ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শুটের অভিজ্ঞতা? ফাঁস করলেন গুলশন

দৃশ্যটি মনে আছে?

Gulshan Grover narrates experience of filming ‘intimate scene’ with Katrina kaif
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2017 12:21 pm
  • Updated:June 1, 2017 12:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তাঁর কেরিয়ারের বৃহস্পতি তুঙ্গে। প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জাসুসে’র শুটিং শেষ। চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এদিকে বিশেষ বন্ধু সলমন খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’র শুট শুরু হয়ে গিয়েছে। হাতে রয়েছে আরও দুই খানের ছবি। একদিকে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ‘ঠাগস অফ হিন্দোস্তান’, অন্যদিকে শাহরুখ খানের বিপরীতে পরিচালক আনন্দ এল রাইয়ের নাম না ঠিক হওয়া ছবি। সবমিলিয়ে তিন খানের কল্যাণে ভবিষ্যতের পথ বেশ সুগম অভিনেত্রীর।

[‘ব্রহ্মচারী’ ময়ূরের অশ্রুতেই গর্ভবতী হয় ময়ূরী, বিচারপতির মন্তব্যে বিতর্ক]

Advertisement

কিন্তু অতীত তেমন একটা সুখকর ছিল না ক্যাটের। বলিউডের শুরুটা অমিতাভ বচ্চনের মতো অভিনেতার সঙ্গে হলেও তা পেয়েছিল ফ্লপের তকমা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ক্যাটরিনার প্রথম ছবি ‘বুম’। তবে সে ছবির সৌজন্যেই আজও ইন্টারনেট সেনসেশন ক্যাটরিনা। কারণ তাঁর ও বলিউডের ব্যাড বয় গুলশন গ্রোভারের করা এই অন্তরঙ্গ দৃশ্যটি।

[বিতর্কিত সেলফি, টুইটারে ট্রোলড হয়ে পোস্ট ডিলিট করলেন প্রিয়াঙ্কা]

কেমন করে এই দৃশ্যটি শুট করেছিলেন মডেল থেকে সদ্য অভিনয় জগতে পা রাখা ক্যাটরিনা? এতদিন বাদে সে কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করলেন গুলশন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, একজন নবাগতা অভিনেত্রীর সঙ্গে এমন দৃশ্য শুট করা মোটেও সহজ ছিল না। বিশেষ করে সে দৃশ্যে যখন অমিতাভ বচ্চনের মতো অভিনেতাও থাকেন। তাঁর সামনেই এ দৃশ্য শুট করা হয়েছিল। কারণ চিত্রনাট্য অনুযায়ী শাহেনশার সামনেই অন্তরঙ্গ হতে হয়েছিল গুলশন ও ক্যাটরিনাকে। দৃশ্যের আগে বেশ নার্ভাস ছিলেন দু’জনে। তাই আগে বেশ কয়েকবার মহড়া দিতে হয়েছিল তাঁদের। যাতে ফাইনাল টেকের সময় দু’জনের জড়তা কেটে যায়। তবে সে সময়ও এই দৃশ্যটি শুট করতে বেশ অস্বস্তি বোধ করেছিলেন গুলশন। কারণ একজন নবাগতার সঙ্গে এমন দৃশ্য করা বেশ কঠিন ছিল তাঁর কাছে।

অবশ্য দৃশ্যটি বেশ ভালভাবেই শুট হয়েছিল। আর আজও তা ইন্টারনেটে বেশ জনপ্রিয়। ইউটিউবে ইতিমধ্যেই দেখে ফেলেছেন ষাট লক্ষেরও বেশি মানুষ। আর সংখ্যাটা ক্রমাগত বেড়েই চলেছে।

[ভয়াবহ টর্নেডোর ধ্বংসলীলায় আতঙ্কিত শহরবাসী, দেখুন ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement