Advertisement
Advertisement

‘গাল্লি বয়’-এর ব়্যাপে কতটা মজল দর্শক?

কেমন হল রণবীর-আলিয়ার ছবি?

Gully Boy movie review
Published by: Bishakha Pal
  • Posted:February 15, 2019 9:56 pm
  • Updated:February 15, 2019 9:56 pm

বিশাখা পাল: পরিচালক যখন জোয়া আখতার, তখন দর্শকের চাহিদাও থাকে তুঙ্গে। যে পরিচালকের থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বা ‘লাক বাই চান্স’-এর মতো ছবি অতীতে পাওয়া গিয়েছে, তাঁর থেকে আরও ভাল ছবি তো আশা করা যেতেই পারে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলা যায় অনুরাগীদের এবারও খুব একটা নিরাশ করেননি জোয়া।

মুম্বইয়ের ধারাভিতে বস্তির এক ঘুপচি ঘরে থাকে মুরাদ। পড়াশোনায় সে অসাধারণ না হলেও নেহাত খারাপ নয়। তবে তাঁর বান্ধবী সফিনা ডাক্তারি পড়ছে। মেয়ে হিসেবেও সে ভাল। কিন্তু ঠোঁটকাটা। বাংলায় যাকে বলে ধানি লঙ্কা। কেমিস্ট্রি তাদের ভালই। কিন্তু মুরাদের জীবনে দুটো সমস্যা। এক তার পরিবার, দ্বিতীয় স্বপ্ন। বাড়িতে তার বাবা মাকে ধরে পেটায়। অশান্ত তাদের তুঙ্গে। কিন্তু ধৈর্যের বাঁধ সেদিন ভেঙে যায়, যেদিন বাবা দ্বিতীয় বিয়ে করে আসে। না, মুরাদের জীবনের গতি এখান থেকে বদলায় না। বদলায় বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে।

Advertisement

‘ভবিষ্যতের ভূত’-দের কতটা চেনাতে পারলেন পরিচালক অনীক? ]

পা ভেঙে যাওয়ায় বাবা বাড়িতে একপ্রকার শয্যাশায়ী। ফলে মুরাদকেই বাবার কাজ করতে হয়। কাজ বলতে গাড়ি চালানো। কিন্তু এতে তার স্বপ্ন গোল্লায় যেতে বসে। মনকে সে সান্ত্বনা দেয়। ‘আপনা টাইম আয়েগা’। ব়্যাপার হতে চায় মুরাদ। তবে ছোটখাট কোনও ব়্যাপার নয়। সে চায় গোটা বিশ্ব তাকে চিনুক। কিন্তু কীভাবে? ব়্যাপার হওয়া তো আর মুখের কথা নয়। কলেজে সে দেখেছে এম সি শেরের পারফর্ম্যান্স। ওইরকম হতে হবে তাকে। ফেসবুক ঘেঁটে সে সাক্ষাতের স্থানকালও জোগাড় করে ফেলে। মুরাদের জীবনের গতি ঘুরে যায়। শের তাকে শেখায় কীভাবে ব়্যাপ করতে হয়। এই দিনবদলের সময়েই মুরাদের সঙ্গে আলাপ হয় স্কাইয়ের। মিউজিক ভিডিও বানায় তারা। বদলে যেতে থাকে তার জীবন। মুরাদ থেকে নাম হয় ‘গাল্লি বয়’। অবশ্য এর পিছনেও একটা ছোট্ট ইতিহাস রয়েছে। সেটা না হয় সিনেমা হলের জন্যই তোলা থাক।

মুরাদের গল্প আর পাঁচটা যুবকের স্ট্রাগল স্টোরি নয়। তার কারণ একটাই। ছবির প্রতিটি পরতে রয়েছে ব়্যাপের ছোঁয়া। যাঁরা ব়্যাপ ভালবাসেন, তাঁদের এই ছবি অবশ্যই দেখতে হবে। আর ছবিটি দেখতে হবে রণবীর-আলিয়ার জন্য। রণবীরকে প্রতি পদক্ষেপে সঙ্গ দেওয়া ছাড়া আলিয়ার আর তেমন কোনও কাজ নেই। কিন্তু ওইটুকুতেই নিজের জাত চিনিয়েছেন অভিনেত্রী। রণবীরও অসাধারণ। চিত্রনাট্য চায়নি তাই। নাহলে রণবীর নিজেকে আরও মেলে ধরতে পারতেন। পরিচালক হিসেবে জোয়া আখতার সসম্মানে উৎরে গিয়েছেন। এই ছবি বক্স অফিসে কতটা উপরের দিকে উঠতে পারবে জানা নেই। কিন্তু হলফেরৎ দর্শকরা ফুল মার্কস দিচ্ছে ‘গাল্লি বয়’-কে।

[ বার্লিন চলচ্চিত্র উৎসবে নওয়াজের ‘ফটোগ্রাফ’ মন কাড়ল? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement