সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকদিন। ১ জুলাই থেকে সারাদেশ জুড়ে চালু হতে চলেছে কেন্দ্রের নতুন কর কাঠামো। অর্থমন্ত্রী অরুণ জেটলির পণ্য পরিষেবা কর বা জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) আলোড়ন ফেলেছে দেশের সর্বত্র। জিএসটি নিয়ে সংসদে ৩০ জুন মধ্যরাতে রয়েছে বিশেষ বৈঠক। ইতিমধ্যেই সেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বক্ষেত্রের মতো জিএসটির প্রভাব পড়বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপরেও। যাতে বিপুল ক্ষতির মুখ দেখতে পারে আঞ্চলিক সিনেমা। সেই নিয়ে সরব হয়েছে বিভিন্ন রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি। তার প্রভাব পড়তে চলেছে টলিউডেও। ২৮ শতাংশ জিএসটি বাংলা ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর, কিছুদিন আগেই তার প্রতিবাদে সরব হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। এবার টলিউডের পাশে দাঁড়াল রাজ্য সরকার।
[মন্ত্রী উজ্জ্বলের কলমে বড়পর্দায় ফুটবে বিপ্লবী বসন্ত বিশ্বাসের কাহিনি]
বুধবার নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, আঞ্চলিক সিনেমা বাঁচাতে নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বাংলা ,নেপালি ও সাঁওতালি ছবির টিকিটের দাম যাতে না বাড়ে, সেই জন্য টিকিটের দামের উপর বিশেষ ছাড় দিচ্ছে রাজ্য সরকার। ১০০ টাকার নিচে টিকিটের দামে ৭% ছাড় দেওয়া হবে। অন্যদিকে, টিকিটের দাম ১০০ টাকার উপরে হলে ছাড় পাওয়া যাবে ১২%।
[৭৮তম জন্মদিনে শহরে আরডি বর্মন ফিল্ম ফেস্টিভ্যাল]
ইতিমধ্যেই তেলেঙ্গানায় বেড়েছে টিকিটের দাম। সিঙ্গল স্ক্রিনে যেখানে টিকিটের বর্তমান দাম ৭০ থেকে ৯০ টাকা, জিএসটি চালু হওয়ার পর থেকে অর্থাৎ ১ জুলাই থেকে সেই টিকিটের দাম ধার্য করা হয়েছে ১২০ টাকা। অন্যদিকে, মাল্টিপ্লেক্সে সেই টিকিটের দাম ধার্য করা হয়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এরাজ্যে অবশ্য এখনও পর্যন্ত টিকিটের দাম বাড়ার কোন সংকেত পাওয়া যায়নি। প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত জানিয়েছেন, পয়লা জুলাই থেকে তাঁর হলে বাড়ছে না টিকিটের দাম। অন্যদিকে, মিত্রা সিনেমা হলের কর্ণধার দীপেন মিত্র জানান, আগে হিন্দি ছবিতে কর দিতে হত ৩০%, এবার সেটা যেমন কমে যাচ্ছে অন্যদিকে বেড়ে যাচ্ছে আঞ্চলিক ছবির কর। তবে টিকিটের দাম আপাতত বাড়ছে না তাঁর হলে। আগামিদিনে কি বাড়বে টিকিটের দাম, সে নিয়ে ধোঁয়াশায় হল মালিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.