Advertisement
Advertisement

নিক-প্রিয়াঙ্কার বিয়েতে বরযাত্রী কারা জানেন?

প্রিয়াঙ্কা কাকে আমন্ত্রণ করছেন, তা এখনও জানা যায়নি৷

Groomsmen of Nick-Priyanka's Wedding
Published by: Sayani Sen
  • Posted:November 11, 2018 5:56 pm
  • Updated:November 11, 2018 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের হিসাবে এখনও বসন্ত আসেনি৷ কিন্তু বি-টাউনে বইছে প্রেমের শিহরণ জাগানো বসন্তের হাওয়া৷ বলিউড জুড়ে একের পর এক বিয়ের পালা৷ দীপিকা-রণবীরের পরই মার্কিনি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দেশি গার্ল৷ তাদের বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ কোথায়, কীভাবে বিয়ের আয়োজন হতে চলেছে? কারাই বা বিয়েতে আসছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা৷ প্রিয়াঙ্কার আমন্ত্রিতদের তালিকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ কিন্তু নিক কাকে আমন্ত্রণ করছে, তা জানা গিয়েছে৷ বিয়ের দিনে মার্কিন মুলুক থেকে কারা আসছেন সেই তালিকাও নাকি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন নিক৷

[জানেন, বিয়ের আগে কীভাবে নিজেকে সুস্থ রাখছেন দীপিকা?]

রোকা সেরে ফেলেছিলেন বেশ চুপিসারে৷ সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানেও নাকি বলিউডের তারাদের সেভাবে দেখা যাবে না৷ হলিউডের একঝাঁক তারকা থাকবেন বিয়ের অনুষ্ঠানে৷ সূত্রের খবর, ১১ জনকে সঙ্গে নিয়ে নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে আসবেন নিক৷ প্রত্যেককেই ব্যাচেলর পার্টিতে দেখা গিয়েছিল৷ 

Advertisement

জো জোনাস: নিকের বিয়েতে তাঁর সঙ্গে থাকবেন জো জোনাস৷ বিখ্যাত এই গায়ক জুটি বাঁধতে চলেছে সোফি টার্নারের সঙ্গে৷ নিকের পরেই জুটি বাঁধতে চলেছে জো নিজেও৷ নিক-প্রিয়াঙ্কাও তাঁর বিয়েতে হাজির থাকবেন বলেই আশা জো-র৷

Joe Jonas
কেভিন জোনাস: সম্পর্কে নিকের দাদা হন কেভিন জোনাস৷ ছোট থেকেই দু’জনের সম্পর্ক এক্কেবারে বন্ধুর মতো৷ ছোট ভাইয়ের জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকবেন কেভিনও৷

[আগামী বছরই বিয়ে? ইনস্টাগ্রাম পোস্টে ফ্যানদের কৌতূহল মেটালেন সুস্মিতা]

Kevin Jonas
ফ্রাঙ্কি জোনাস: নিক-প্রিয়াঙ্কার চারহাত এক হবে বলে কথা, তাতে ফ্রাঙ্কি থাকবেন না তা নাকি অসম্ভব৷ তাই নিকের বিয়ের দিনে ফ্রাঙ্কিও রয়েছেন বরযাত্রীদের তালিকায়৷

Frankie Jonas
জোনাথান টাকার: কর্মসূত্রে জোনাথানের সঙ্গে আলাপ নিকের৷ তারপর ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় দুজনের৷ ব্যস্ত শিডিউল সামলে জোনাথনও থাকবেন নিক-প্রিয়াঙ্কার বিয়েতে৷

[আগামী বছরই বিয়ে? ইনস্টাগ্রাম পোস্টে ফ্যানদের কৌতূহল মেটালেন সুস্মিতা]

Jonathan Tucker
নিকের পরিচিতরা তাঁর বিয়েতে আসবেন, সে আর পাঁচটা বিয়ের মতোই ঘটনা৷ কিন্তু ‘দেশি গার্ল’- এর বিয়ে বলে কথা৷ তাই তাতে তো চমক থাকবেই৷ গুঞ্জন চলছে প্রিয়াঙ্কার দাদা সিদ্ধার্থ চোপড়াও নাকি নিকের বরযাত্রী হিসাবে বিয়েতে উপস্থিত থাকবেন৷ এমনকি, নিকের ব্যাচেলর পার্টিতেও দেখা গিয়েছে তাঁকে৷ এতটাই মুগ্ধ যে নিকই নাকি এখন তাঁর কাছে বোনের চেয়ে বেশি প্রিয়৷

Siddarth Chopra

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement