Advertisement
Advertisement

Breaking News

৭৫তম গোল্ডেন গ্লোবে চাঁদের হাট, সেরা ‘থ্রি বিলবোর্ডস’ ও ‘লেডি বার্ড’

কারা হলেন নতুন বছরের সেরা? দেখে নিন সেই তালিকা-

Golden Globe awards 2018 winners’ list
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 8, 2018 7:23 am
  • Updated:January 8, 2018 7:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হল ৭৫-তম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠান। জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক শেঠ মেয়ার্সের সঞ্চালনায় সন্ধ্যা আনন্দসন্ধ্যায় পরিণত হল এবারের গোল্ডেন গ্লোব। বসেছিল বিনোদন জগতের চাঁদের হাট।সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে রইল পুরস্কার প্রাপকদের তালিকা।

 

Advertisement

[‘গুজরাট’ শব্দে আপত্তি, এখনও সেন্সরের ফাঁসে অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্র]

  • সেরা ফিল্ম (ড্রামা)- থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসোরি
  • সেরা ফিল্ম  (মিউজিক্যাল বা কমেডি)- লেডি বার্ড
  • সেরা অভিনেত্রী (ড্রামা)- ফ্রান্সেস ম্যাকডর্মান্ড (থ্রি বিলবোর্ডস…)
  • সেরা অভিনেতা (ড্রামা)- গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
  • সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি)-  সিরশা রনান (লেডি বার্ড)
  • সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি)- জেমস ফ্রাঙ্কো (দ্য ডিজাস্টার আর্টিস্ট)
  • সেরা সহ অভিনেতা – স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস…)

 

  • সেরা সহ অভিনেত্রী- অ্যালিসন জ্যানি (আই, টনয়া)
  • সেরা পরিচালক- গিলের্মো দেল তোরো  (দ্য শেপ অফ ওয়াটার)
  • সেরা চিত্রনাট্য- মার্টিন ম্যাকডনাঘ (থ্রি বিলবোর্ডস…)
  • সেরা অরিজিন্যাল স্কোর- অালেজান্দ্রে দেস্প্লাট (দ্য শেপ অফ ওয়াটার)
  • সেরা অরিজিন্যাল সং-  দিস ইজ মি (দ্য গ্রেটেস্ট শো ম্যান)
  • সেরা টিভি সিরিজ (ড্রামা)- দ্য হ্যান্ডমেড’স টেল
  • সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল বা কমেডি)- দ্য মার্ভেলাস মিসেস মেইসেল
  • সেরা টেলি অভিনেত্রী – নিকোল কিডম্যান

 

[অপটু শ্রদ্ধার জন্য বিশ বাঁও জলে সাইনার বায়োপিক]

প্রথম গোল্ডেন গ্লোব অ্যাম্বাস্যাডার হলেন সিমোনে গার্সিয়া জনশন। গোল্ডেন গ্লোবের পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে বাবা ডোয়েন জনসন মেয়ের নাম ঘোষণা করেন তিনি। বিশেষ পুরস্কার পান জনপ্রিয় সঞ্চালিকা ওপরা উইনফ্রে এদিনের রেড কার্পেট মাতিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় উঠে আসে সে ছবি।

 

[জন্মদিনে স্বামীর সঙ্গে খুনসুটিতে মাতলেন বিপাশা, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement