Advertisement
Advertisement

অভিনয়ে রাধে মা, ওয়ের সিরিজের ট্রেলারে উঠে এল সমকামিতার মতো বিষয়

ইমেজ শোধরাতেই নাকি অভিনয়ে স্বঘোষিত ধর্মগুরু। দেখুন ভিডিও।

Godwoman Radhe Maa to appear in web series
Published by: Suparna Majumder
  • Posted:August 13, 2018 7:45 pm
  • Updated:August 13, 2018 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও হিন্দি সিনেমার চটুল গানের সঙ্গে আপত্তিকর নাচ, কখনও আবার থানায় ঢুকে পুলিশ অফিসারের চেয়ারে বসে পড়া। বিতর্কই যেন তাঁর নিত্যসঙ্গী। বিতর্কের কারণেই বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন রাধে মা। তবে এবারে নাকি নিজের ইমেজ শোধরাতে চান স্বঘোষিত ধর্মগুরু। তাই পা রাখলেন সিনেমার জগতে। তবে সিলভার স্ক্রিনে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে। ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রাধে মা-কে। সিরিজের নাম ‘রাহ দে মা’। প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।

Advertisement

সিরিজে বাস্তবের ভূমিকাতেই দেখা যাচ্ছে রাধে মা-কে। রিয়াল লাইফের মতো রিল লাইফেও ভক্তদের মুশকিল আসানের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে রাধে মা-এর উপস্থিতি বাদে ট্রেলারের বাকি অংশে বেশ সাহসী দৃশ্য রয়েছে। একদিকে যেমন উঠে এসেছে সমকামিতার মতো বিষয়বস্তু, অন্যদিকে তুলে ধরা হয়েছে বলিউডের কাস্টিং কাউচ। সম্প্রতি বেশ ঘটা করেই হয়েছে সিরিজের ট্রেলার লঞ্চ। সেখানে সেজেগুজেই হাজির হয়েছিলেন রাধে মা।

[‘মেক ইন ইন্ডিয়া’র বার্তা নিয়ে প্রকাশ্যে ‘সুই ধাগা’র ট্রেলার]

মাত্র ২০ বছর বয়সে নিজেকে ধর্মগুরু বলে ঘোষণা করেন রাধে মা ওরফে সুখবিন্দর কৌর। বিভিন্ন সময়ে হিন্দির সিনেমার চটুল গানে ভক্তদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভক্তরা বলেন, তাঁদের জড়িয়ে ধরে, চুম্বন করে নাকি ‘আর্শীবাদ’ করেন রাধে মা। এসব নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। এক মহিলা তো আবার এমনও অভিযোগ করেছিলেন, যে রাধে মা-এর পরামর্শেই পণের জন্য তাঁর উপর অত্যাচার করছেন শ্বশুড়বাড়ির লোকেরা। কিছুদিন আগেও দিল্লির এক থানায় ঢুকে পুলিশ অফিসারের চেয়ার বসে বিতর্কে জড়িয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। রাম রহিম কাণ্ডের পর, দেশে ভণ্ড সাধুদের একটি তালিকা প্রকাশ করেছে হিন্দু অখিল ভারতীয় আখড়া। সেই তালিকায় যেমন আসারাম বাপু, রাম রহিমদের পাশাপাশি এই স্বঘোষিত ধর্মগুরুরও নাম রয়েছে। নিজের এই বদনাম ঘোচাতেই নাকি ওয়েব সিরিজ তৈরি করেছেন রাধে মা।

[শিকাগো-বস্টনের চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেল ‘সোনার পাহাড়’, উচ্ছ্বসিত পরমব্রত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement