Advertisement
Advertisement

Breaking News

বিয়ের আলাদা রূপকথা নিয়ে বড়পর্দায় ফিরছে কোয়েল-যিশু জুটি

প্রকাশ্যে এল ছবির পোস্টার। ক্লিক করে দেখুন চেনা জুটির এই অচেনা রূপ।

‘GhareAndBaire’ starring Koel Mallick, Jisshu Sengupta released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 15, 2018 3:16 pm
  • Updated:February 15, 2018 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানপাতার উপর রাখা শাখা ও পলা। বাঙালি বিয়ের পরিচিত প্রতীক। তার উপরেই ভিন্ন মেজাজে বসে নায়ক-নায়িকা। গোবেচারা নায়কের পাশেই জিনসের উপর শাড়ি জড়িয়ে বসে নায়িকা। এভাবেই বহু বছর বাদে বড়পর্দায় ফিরছে কোয়েলযিশু জুটি। এবার ‘ঘরে অ্যান্ড বাইরে’ তাঁদের অম্ল-মধুর সম্পর্ক তুলে ধরতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক। প্রকাশ্যে এল ছবির পোস্টার।

 

Advertisement

[ভ্যালেনটাইনস ডে-তে দর্শকদের উপহার সলমনের, ‘লাভরাত্রি’র প্রথম ঝলক প্রকাশ্যে]

নাহ, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’র সঙ্গে মৈনাকের ‘ঘরে অ্যান্ড বাইরে’ দূর­-দূরান্তেও কোনও মিল নেই। এ বর্তমান যুগের রূপকথা। যাঁর কেন্দ্রবিন্দুতে রয়েছে অমিত ও লাবণ্য। লাবণ্য হিসেবে কোয়েলকে বেশ ডানপিটেই লাগছে পোস্টারে। ততধিক গোবেচারা লাগছে যিশুকে। দু’জনের এই রূপকথাকে হাসির মোড়কে সাজিয়েছেন পরিচালক। ক্যাপশনেই জানিয়ে দিয়েছেন ‘রম কম’ হতে চলেছে নতুন এ ছবি। যার মুক্তি মার্চ মাসেই। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

 

[ভুল শব্দচয়নে দুঃখিত, শাড়ি বিতর্কে অনুরাগীদের খোলা চিঠি সব্যসাচীর]

প্রায় নয় বছর বাদে নায়ক-নায়িকা হিসেবে স্ক্রিন স্পেস শেয়ার করছেন কোয়েল-যিশু। শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল পরিচালক রিঙ্গোর ‘লাভ’ ও রংগন চক্রবর্তীর ‘বর আসবে এখুনি’ ছবিতে। বড়পর্দায় এ জুটিকে একসঙ্গে দেখতে বেশ পছন্দ করেন দর্শকরা। সে প্রমাণ এই দুই ছবিতেই মিলেছিল। সে কারণেই ফের একসঙ্গে জুটি বেঁধেছেন যিশু-কোয়েল। পরিচালক মৈনাকও অন্যরকম কিছু করতে চেয়েছিলেন। এমন একটা ছবি তৈরি করতে চেয়েছিলেন যা দর্শকদের মুখে হাসি ফোটাবে। তাই করে দেখিয়েছেন নিজের এই নয়া ছবিতে। যা মার্চ মাসে দর্শকদের প্রেক্ষাগৃহে টানবে বলেই আশা করা হচ্ছে।

[‘অবৈজ্ঞানিক’ তকমা দিয়ে বাংলা তথ্যচিত্রকে ছাড়পত্র দিল না সেন্সর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement