Advertisement
Advertisement

OMG! মাত্র ১০ টাকায় মিলছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’-এর টিকিট!

জানেন কীভাবে?

Get ‘Baahubali 2: The Conclusion’ tickets for Rs 10 only
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 8:05 am
  • Updated:September 14, 2019 3:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় বছর দু’য়েকের অপেক্ষা শেষ হতে চলেছে শুক্রবার৷ কিন্তু শেষের আগের প্রহরগুলো যেন শেষ হতেই চাইছে না৷ ইতিমধ্যেই নাকি মধ্যপ্রাচ্যের বেশ কিছু জায়গায় মুক্তি পেয়ে গিয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’৷ কিন্তু সেই বিখ্যাত প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি৷ কেন কাটাপ্পা মারলেন নিজের এত প্রিয় বাহুবলীকে? শেষবেলায় অবশ্য দু’টি কারণ সামনে এসেছে৷ কেউ দাবি করছেন, দেবী মাহেশ্বরীর শাপে যুদ্ধক্ষেত্রে পাথর হয়ে যাওয়ার অভিশাপ ছিল অমরেন্দ্র বাহুবলীর৷ সেই শাপ থেকে তাঁকে বাঁচাতেই কাট্টাপ্পা আঘাত হানে তাঁর উপর৷ আবার কেউ বলছেন, দেবসেনাকে বিয়ে করায় শিবগামী দেবীর রোষের শিকার হয়েছিলেন তিনি৷ তিনিই কাটাপ্পাকে হুকুম দিয়েছিলেন বাহুবলীকে মারতে৷

[বাহুবলী ২-এর প্রথম রিভিউ পড়ুন, জানুন কেন কাটাপ্পা মারল বাহুবলীকে!]

Advertisement

আসল সত্যিটা কী? তা তো শুক্রবারই জানা যাবে৷ আর এই জানার তাগিদে টিকিটি কেনার হিড়িক পড়ে গিয়েছে চারদিকে৷  টিকিটের দামও আকাশ ছোঁয়া৷ জায়গা বিশেষে আড়াই হাজার টাকা দিয়ে টিকিট কিনতেও দ্বিধা করছেন না বাহুবলী প্রেমীরা৷ কিন্তু কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর পেতে যদি আপনাকে এত টাকা খরচ করতে না  হয়? আর এই মহা মূল্যবান সিনেমার টিকিট যদি আপনি পেয়ে যান মাত্র ১০ টাকাতেই? না, কোনও মশকরা নয় সত্যিই এমনটা হচ্ছে৷ মাত্র ১০ টাকায় কিছু মানুষ দেখতে পাবেন বছরের সবচেয়ে অপেক্ষিত ছবিটি৷ তাও আবার এই ভূ-ভারতেই৷

[গ্রেপ্তার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবি]

সৌজন্যে মাদ্রাজ হাই কোর্টের সাম্প্রতিক একটি রায়৷ যাতে তামিলনাড়ুর সমস্ত হলে টিকিটের দাম ১২০ টাকা বেঁধে দেওয়া হয়৷ আরও একটি নিয়ম চালু করা হয়েছিল, যাতে হলের ১০ শতাংশ আসনের দাম মাত্র ১০ টাকা করে৷ আর ১০ টাকা মানে এই প্রেক্ষাগৃহের কোনও কোণার সিট নয় বরং একেবারের পর্দার সামনের সবচেয়ে ভাল আসনগুলি৷ যদি এই সুবিধা আপনি পেতে চান৷ তবে তামিলনাড়ুর পথে রওনা দিতেই পারেন!

[সম্পূর্ণ ডিজিটাল হয়ে ৬০,০০০ কোটি টাকা বাঁচাবে রেল, দাবি প্রভুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement