Advertisement
Advertisement

Breaking News

আপনিও যেতে পারেন লিওনার্দোর সঙ্গে ‘লাঞ্চ ডেট’-এ

শুধু...

Get a chance to win a lunch date with Leonardo DiCaprio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 2:08 pm
  • Updated:June 17, 2020 7:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পকেটে ৪০৬ টাকা হবে তো! যথেষ্ট৷ এতেই লাঞ্চ সারতে পারবেন লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গে৷ হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ টাইটানিকের সেই রোম্যান্টিক হিরো লিওনার্দো, যিনি অস্কারের মঞ্চে ‘দ্য রেভেন্যান্ট’ হয়ে ছিনিয়ে নিয়েছিলেন জীবনের প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড৷

যাঁর এক ঝলক পেতে কোটি কোটি মানুষ হত্যে দিয়ে পড়ে থাকেন৷ আপনি তাঁর সঙ্গে রীতিমতো বসে মধ্যাহ্নভোজ সারতে পারেন মাত্র ৫ পাউন্ডের বিনিময়ে৷ বর্তমান সময়ের ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪০৬ টাকা৷ শুধু আপনাকে ‘সোশ্যাল বাইট’ নামে এক অনলাইন বিপণি থেকে স্যান্ডউইচ কিনতে হবে৷ বাকিটা ভাগ্যের হাতে৷

Advertisement

‘সোশ্যাল বাইট’-এর প্রত্যেক বিক্রি হওয়া স্যান্ডউইচের অর্থের একটি অংশ যাবে এক স্বেচ্ছাসেবি সংস্থার হাতে৷ যারা দুঃস্থ, না খেতে পাওয়া শিশুদের মুখে খাবার তুলে দেয়৷ যারা স্যান্ডউইচ কিনবেন তাঁদের মধ্যে থেকে কয়েকজন ভাগ্যবানই অবশ্য পাবেন ‘উলফ অফ ওয়ালস্ট্রিট’-এর সঙ্গে ‘এডিনবার্গ’-এর অত্যাধুনিক রেস্তোরাঁয় খাবার খাওয়ার সুযোগ৷ ভাগ্য কখন সঙ্গ দেয় কেই বা বলতে পারে? আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement