Advertisement
Advertisement

অত্যাচারিত স্ত্রী থেকে বলিউডের স্টান্টউওম্যান!

বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মাতামাতি হয়, তাঁদের পোশাক, ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্ট সবকিছুই খুঁটিয়ে দেখেন দর্শকরা৷ কিন্তু তাঁদের আড়ালে যাঁরা বলিউডের বড্ড কঠিন কাজগুলি সম্পন্ন করে বলিউডের স্টান্টম্যানেরা৷ তারাদের উজ্জ্বলতায় হারিয়ে যাওয়া এমনই এক স্টান্টউওম্যান হলেন গীতা৷

Geeta's journey from being a marital-rape victim to a Bollywood stuntwoman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 7:34 pm
  • Updated:June 1, 2016 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মাতামাতি হয়, তাঁদের পোশাক, ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্ট সবকিছুই খুঁটিয়ে দেখেন দর্শকরা৷ কিন্তু তাঁদের আড়ালে যাঁরা বলিউডের বড্ড কঠিন কাজগুলি সম্পন্ন করে বলিউডের স্টান্টম্যানেরা৷ তারাদের উজ্জ্বলতায় হারিয়ে যাওয়া এমনই এক স্টান্টউওম্যান হলেন গীতা৷
এবার প্রকাশ্যে এল তাঁরই জীবনের গল্প৷ যেকোনও বলিউডের গল্পকে হার মানায় তাঁর জীবন কাহিনী৷
১৫ বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল গীতার! আর তারপরেই যেন জীবনযুদ্ধের শুরু! স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসেন তিনি! লোকের বাড়িতে রান্নার কাজ থেকে শুরু করে দেহব্যবসার হাতছানি, একের পর এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে অবশেষে বলিউডে স্টান্টম্যানের কাজ পান গীতা৷
স্টান্ট করতে গিয়ে একবার পুড়ে গিয়েছিলেন তিনি৷ কিন্তু তারপরও দমে যাননি তিনি! স্টান্টউওম্যানের কাজ করে বলিউডে পরিচিতি পেয়েছেন|৷ প্রশংসা পেয়েছেন তাঁর সাহসের জন্য৷
সম্প্রতি, ব্লাশের একটি সাক্ষাৎকারে গীতার জীবনকাহিনী উঠে এসেছে৷
দেখে চোখে জল আসে, কিন্তু মনের জোর যেন দ্বিগুণ হয়ে যায়!
তাঁর এমন অসম সাহসকে কুর্নিশ!
নিজেই দেখে নিন ভিডিওটি:

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement