Advertisement
Advertisement

Breaking News

সৈকতে বিকিনি পরে শাহরুখ-কন্যা সুহানা, সঙ্গে গৌরী-আব্রাম

দেখুন সেই ছবি।

Gauri, Suhana, AbRam relaxes on beach while SRK busy with JHMS’s promotion
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2017 12:53 pm
  • Updated:November 27, 2019 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী বলিউডের বাদশা, আর তিনি মন্নতের বেগম। একেবারের শুরু থেকেই দক্ষ হাতে সামলাচ্ছেন সংসার। শাহরুখের অন্দরমহলে শেষ কথা গৌরীই। স্বয়ং কিং খানও স্বীকার করেন সে কথা। তবে কড়া ধাতের মানুষ হলেও জীবনকে উপভোগ করতেও ছাড়েন না মিসেস শাহরুখ খান। কাজপাগল স্বামী যদি বিদেশে গিয়েও ছবির প্রচারে ব্যস্ত থাকেন তো থাক। গৌরী দিব্যি ছেলে-মেয়ে নিয়ে ঘুরে বেড়িয়েছেন সমুদ্র সৈকতে। সেই ছবিই ইনস্টাগ্রামে আপলোড করেছেন শাহরুখ ঘরনি।

ক্যামেরার ফোকাসে গৌরী থাকলেও ছবির আলোচ্য বিষয় হয়ে উঠেছে শাহরুখ-কন্যা সুহানা। কারণ একটাই। সতেরো বছরের কিশোরীর ব্যাকলেস বিকিনি। যা সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। কিন্তু এসবে ভ্রুক্ষেপ নেই ছোট্ট আব্রামের। দিদির পাশেই দিব্যি বালি নিয়ে খেলায় মগ্ন তিনি।

[‘জগ্গা জাসুস’-এর ব্যর্থতা নিয়ে ঋষির কটাক্ষের জবাব দিলেন অনুরাগ]

লাইমলাইট থেকে হামেশাই দূরে থেকেছেন গৌরী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সদা জাগ্রত তিনি। সেই সৌজন্যেই শাহরুখপ্রেমীরা পেয়ে যান তাঁর অন্দরমহলের সমস্ত আপডেট।

Soaking up the California sun

A post shared by Gauri Khan (@gaurikhan) on

An opportunity to design this sprawling terrace @karanjohar . What an amazing view.

A post shared by Gauri Khan (@gaurikhan) on

[সেনার জন্য ১ শতাংশ কর নিক সরকার, আরজি অক্ষয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement