শম্পালী মৌলিক: ব-এ বারাকপুর। ব-এ বাঙালি। এবং, ব-এ বলিউডও! তিনে মিলেই কিছুদিন আগে আরও এক বঙ্গতনয়ার বলিউড ডেবিউ হল ‘ডেজ অফ টাফরি’ ছবিতে৷
অনুরাধা মুখোপাধ্যায়, আদতে বারাকপুরের কন্যা৷ গত দু’বছর হল মুম্বইনিবাসী৷ শুরুটা হয়েছিল এক বছর আগে, যখন অনুরাধা মারাঠি মুভির জন্য প্রথম শর্টলিস্টেড হন৷ সেই সময় মারাঠি কিচ্ছু জানতেন না, ‘জানিভা’ ছবিতে অনুরাধার বড় ব্রেক৷ তারপর কন্নড় ছবি ‘এসএ’-তে সাউথের সুপারস্টার কার্তিক আর বিজয়সূর্যর সঙ্গে কাজের সুযোগ পান অনুরাধা৷ তারপর থেকে হাল ছাড়েননি৷ অতি সম্প্রতি জনপ্রিয় গুজরাটি ছবির রিমেকে দেখা গেল তাঁকে৷
হিন্দিটা অনুরাধার মন্দ ছিল না৷ তবু মুন্সি প্রেমচাঁদ পড়ে আর হিন্দি খবরের কাগজ পড়ে নিজেকে প্রস্তুত করেছিলেন৷ অন্যদিকে অনুরাধা আবার ট্রেনড্ ভরতনাট্যম নৃত্যশিল্পী৷ ফলে বলা চলে, হিন্দি ছবির জন্য প্রস্তুতিটা নেওয়াই ছিল৷ অথচ কেরিয়ারের শুরুটা করেছিলেন ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এই কলকাতায়৷
বছর চারেক আগে মায়ের প্রয়াণের পর বাবাকে সঙ্গে নিয়ে কলকাতার ফ্ল্যাটে শিফট করেন অনুরাধা৷ হরিদেবপুরে থেকে তারপরে কাজ৷ অভিনেত্রী হিসেবে জি বাংলার ‘কাছে আয় সই’-তেও কাজ করেছিলেন৷ সেই মেয়েরই এরপর মুম্বইয়ের স্ট্রাগল শুরু৷ দু’বছরে বিজ্ঞাপন আর ফিল্ম মিলিয়ে ছাপটা বেশ স্পষ্টভাবেই রাখতে পেরেছেন৷ যদিও সামনে অনেক পথ চলা বাকি, বলছিলেন অনুরাধা৷ এরপর হয়তো তাঁর ‘লাইফ বিরিয়ানি’ ছবিটি মুক্তি পাবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.