Advertisement
Advertisement

Breaking News

বিয়ে করছেন অভিনেত্রী ফ্রিদা পিন্টো, পাত্র কে জানেন?

আগামী বছরই হতে পারে বিয়ের অনুষ্ঠান৷

 Freida Pinto to Marry Photographer Cory Tran
Published by: Tanujit Das
  • Posted:November 23, 2018 9:48 pm
  • Updated:November 23, 2018 9:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে লেগেছে বিয়ের ধুম৷ ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছেন ‘দীপবীর’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর কাপুর৷ আগামী মাসেই চারহাত এক হবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পপ স্টার নিক জোনাসের৷ বিয়ে বিয়ে গন্ধ ছড়িয়ে রয়েছে গোটা বি-টাউনে৷ এমন সময় কানাঘুষো শোনা যাচ্ছে আরও এক সুন্দরীর বিয়ের খবর৷ সূত্রের খবর, আগামী বছরেই নাকি বিয়ে করতে চলেছেন ‘স্লামডগ মিলেনিয়র’ খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো৷

[‘ধর্ষণ একটি সুস্বাদু খাবার’! সংলাপ বিতর্কে নিহালনির সিনেমা]

Advertisement

সূত্রের খবর, প্রেমিক তথা অ্যাডভেঞ্চার ফটোগ্রাফার কোরি ট্রনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি এবং ২০১৯-এ হতে চলেছে এই বিয়ের অনুষ্ঠান৷ যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি ফ্রিদা৷ কিন্তু তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট অনেক কথাই বলে দিচ্ছে৷ সেখানে প্রেমিক ট্রনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন তিনি৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গল’ ছবির ট্রেলার৷ ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি৷ এই ছবিতেও একটি চরিত্রে অভিনয় করছেন ফ্রিদা৷

[‘ইরফানকে নিয়ে আবার কলকাতায় শুট করব’, অকপট সুজিত]

২০০৮ সালে ‘স্লামডগ মিলেনিয়র’ ছবিতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী ফ্রিডা পিন্টো ও অভিনেতা দেব প্যাটেল৷ যে ছবি খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল তাঁদের জুটিকে৷ ছবিটি অস্কার পুরস্কারও পায়৷ এরপর দেব প্যাটেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ফ্রিদা পিন্টো৷ কিন্তু ২০১৪-তে তাঁদের সম্পর্কে ফাটল ধরে৷ তারপর পোলো খেলোয়াড় রনি বারকাডির সঙ্গে সম্পর্কে জড়ান ফ্রিদা৷ কিন্তু সেই সম্পর্কও টেকে না৷ এরপরই ফ্রিদার জীবনে প্রবেশ করেন কোরি ট্রন৷ দীর্ঘদিন ধরেই একসঙ্গে রয়েছেন তাঁরা৷ জল্পনা সঠিক হলে, ২০১৯-এ পরিণতি পেতে চলেছে তাঁদের সম্পর্ক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement