Advertisement
Advertisement

Breaking News

বলিউডে পা রাখছেন ‘বন্ড গার্ল’

হিন্দি থ্রিলার ‘ফিভার’-এ বলিউডে পা রাখতে চলেছেন ‘বন্ড গার্ল’ ক্যাটেরিনা মুরিনো৷

Former Bond Girl Caterina Murino Is Making Her Bollywood Debut With 'Fever'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 3:01 pm
  • Updated:June 15, 2016 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির সোলাঙ্গি দিমিত্রোসকে মনে আছে? বন্ড রুপী ড্যানিয়েল ক্রেগের শয্যাসঙ্গীনি হয়ে যিনি পর্দায় উত্তেজনার পারদ ছড়িয়েছিলেন৷ তাঁকেই এবার দেখা যাবে বলিউডের ছবিতে৷ হিন্দি থ্রিলার ‘ফিভার’-এর সৌজন্যে বলিউডে পা রাখতে চলেছেন ‘বন্ড গার্ল’ ক্যাটরিনা মুরিনো৷

বন্ড গার্লদের নিয়ে সারা দুনিয়ার দর্শকের ফ্যান্টাসি চরমে৷ সেরকমই এক অভিনেত্রীকে ঘরোয়া সিনেমার চরিত্র হিসেবে দেখতে পাওয়া বলিউডি দর্শকের পাওনা৷ বলি অন্দরের খবর, রাজীব জাভেরি পরিচালিত ‘ফিভার’ ছবিতে অভিনয় করতে চলেছেন ইতালির অভিনেত্রী ক্যাটরিনা৷ থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজীব খাণ্ডেলওয়াল ও গওহর খানকে৷

Advertisement

0918b-casinoroyale1

বলিউডে কাজের খবর নিশ্চিত করেছেন ক্যাটরিনা নিজেই৷ জানিয়েছেন, বলিপাড়ায় কাজ করার স্বপ্ন ছিল তাঁর৷ এ চরিত্র পাওয়া তাই তাঁর কাছে স্বপ্নপূরণের সামিল৷

7f7375092e47e8d8f839a073ee1c6329

তবে তাঁর অনুযোগ, বলিউডের ট্রাডিশনাল চিত্রনাট্য যেরকম হয়, সেরকম কোনও চিত্রনাট্য তিনি পাননি৷ ভবিষ্যতে আরও ছবিতে যে তাঁর কাজ করার ইচ্ছে আছে, সে ইঙ্গিত দিয়েই রাখলেন বন্ড গার্ল৷ আর তাতে যে ভারতীয় দর্শকের ফ্যান্টাসিতে নয়া মাত্রা যোগ হবে, তা সহজেই অনুমান করা যায়৷

caterina-murino-ls-055

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement