সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত৷ সেই নিয়ে কানাঘুষো এখনও চলছে৷ অভিনেত্রীকে সমর্থন করেছেন অনেকেই৷ নেটদুনিয়ায় শুরু হয়েছে #MeToo পদক্ষেপ৷ এবার সেই পদক্ষেপেই শামিল হলেন অভিনেত্রী ফ্লোরা সাইনি৷ রাজকুমার রাও পরিচালিত ‘স্ত্রী’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে৷ প্রযোজক গৌরাঙ্গ দোষির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হলেন ফ্লোরা৷
দীর্ঘদিন ধরেই প্রযোজক গৌরাঙ্গ দোশির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফ্লোরার৷ ২০০৭ সালে ভ্যালেন্টাইন্স ডে-র একটি ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি৷ একটি ছবিও ফেসবুকে পোস্ট করেন ফ্লোরা৷ ওই ছবিটির কথা উল্লেখ করে ফ্লোরা লেখেন, ২০০৭ সালের এটি আমার ছবি৷ তিনি লেখেন, ‘‘প্রযোজক হিসাবে পরিচিত গৌরাঙ্গ দোশিকে আমি ভালবাসি৷ কিন্তু বছরখানেক ধরে আমার সঙ্গে ওর সম্পর্কের অবনতি হয়৷ সে মারধর করে আমাকে৷ মারধরের জেরে থুতনিও ভেঙে যায় আমার৷’’ গৌরাঙ্গ ছিলেন যথেষ্ট প্রভাবশালী৷ তাই তাঁর বিরুদ্ধে এই অভিযোগে সরব হওয়া আদৌ ঠিক হবে কি না, তাও বুঝে উঠতে পারেননি ফ্লোরা৷ এমনকী ফ্লোরার নামে বিভিন্ন জায়গায় গৌরাঙ্গ নানা অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ অভিনেত্রীর৷ তাঁর অভিযোগ, গৌরাঙ্গের কারসাজিতে বহু কাজের প্রস্তাবও হাতছাড়া হয় ফ্লোরার৷
মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি৷ অপরাধবোধে ভুগতে ভুগতে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন ফ্লোরা৷ জীবনের এই কঠিন মুহূর্তে তিনি পাশে পেয়েছিলেন ঐশ্বর্য রাইকে৷ তাঁর কথাতেই মনের জোর পান ফ্লোরা৷ এরপরই সোশ্যাল মিডিয়া #MeToo পদক্ষেপে শামিল হন তিনি৷ যাঁরা এই পদক্ষেপে অংশ নিয়েছেন তাঁদের সাহসী বলেও উল্লেখ করেন ফ্লোরা৷
বলিউডের একাংশ যখন #MeToo পদক্ষেপে শামিল, তখন বাদ গেলেন না ঐশ্বর্য রাইও৷ সলমন খানের বিরুদ্ধে মানসিক ও শারীরিকভাবে অত্যাচারের অভিযোগে আগেই সরব হয়েছিল তিনি৷ আরও একবার সেকথা নেটিজনদের সামনে তুলে ধরলেন রাইসুন্দরী৷ এদিকে, সংগীত পরিচালক গোপী সুন্দরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগে সরব হলেন এক তরুণী৷ তাঁর অভিযোগ, একটি সিনেমায় গান গাওয়ার সুযোগ দেওয়ার অছিলায় গোপী তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন৷ বাড়িতে ডেকে পাঠানো হয় তাঁকে৷ মহিলা জানান, গোপী তাঁকে বলেন বাড়িতে আসলে, তবে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে৷ এমনকী, ওই তরুণীকে ফোনে গোপী হস্তমৈথুনের বিষয়ে গোপী প্রশ্ন করেন বলেও অভিযোগ৷ তাঁর দাবি, গোপীর প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি সুযোগ থেকে বঞ্চিত হন৷
So #TimesUp for Gopi Sundar or Gopi Sunder!!
The “big shot music director from the south” as the victim describes, against whom nobody dares to talk.
The victim has demanded anonymity. Why? Because our system doesn’t have the guts to face the truth. #MeTooIndia #MeToo pic.twitter.com/NILAMhlmnf
— India Protests (@protestingindia) October 9, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.