Advertisement
Advertisement
আফগান তরুণী

Gun-এর বিরুদ্ধে ‘গান’, এই অস্ত্রেই পুরুষশাসিত সমাজকে ঘায়েল করলেন আফগান তরুণী

নারী হিসাবে প্রথমবার ‘আফগান স্টার’ অনুষ্ঠানে জয়ী জারা ইলহাম৷

First woman to win ‘Afghan Star’ TV show to fight Taliban with music
Published by: Sayani Sen
  • Posted:March 31, 2019 6:13 pm
  • Updated:March 31, 2019 6:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে তালিবানের কবজায় আফগানিস্তানযুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিশেষত মহিলাদের স্বাধীনতা বলে প্রায় কিছুই নেই৷ সেখানে সূর্য ওঠে প্রাকৃতিক নিয়মে৷ শিক্ষা-সংস্কৃতির অন্দরে তার আলো সেভাবে পৌঁছায়নি ৷ তাই তো নারীদের উপর নিপীড়ন, অত্যাচার লেগেই রয়েছে৷ সেখানেই ‘আফগান স্টার’ নামে একটি টেলিভিশন শো আয়োজিত হয়েছিল৷ মৌলবাদী সশস্ত্র গোষ্ঠী তালিবানদের দখলে থাকা দেশটিতে পুরুষদের ছাপিয়ে সকলের মন জয় করে নিলেন এক তরুণী৷ হাসলেন জয়ের হাসি৷

[ আরও পড়ুন: রাহুল আমার বড় দাদার মতো, বিতর্কে জল ঢাললেন স্বপ্না চৌধুরি]

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান৷ সেখানেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’র আদলে ‘আফগান স্টার’ নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ তেরো বছর ধরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়৷ প্রতিবারই পুরস্কার ঘরে তোলেন তালিবান অধ্যুষিত দেশের পুরুষেরা৷ তবে তাতেই এল বদল৷ চলতি সপ্তাহে প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়। একজন নারী হিসাবে প্রথমবার গান দিয়ে পুরুষদের হারিয়ে সেরার শিরোপা জিতলেন জারা ইলহাম।

Advertisement

AFGHAN-STAR

ওই তরুণী আফগানিস্তানের ছোট একটি পরিবারে বড় হয়েছেন৷ জারা ইলহামের বয়স এখনও কুড়ির গণ্ডি পেরোয়নি। পরিবারের কেউ গান করেন না৷ কিন্তু অন্যান্যদের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন জারা৷ চেয়েছিলেন সংগীতশিল্পী হিসাবে বিখ্যাত হতে৷ সেই অনুযায়ী ‘আফগান স্টার’ প্রতিযোগিতায় যোগ দেন ইলহাম৷ তাঁর মধুর কণ্ঠ আর সুরের মূর্ছনায় যেন প্রাণ পায় আফগান লোকসংগীত৷ তাতেই মুগ্ধ হয়ে যান বিচারকরা৷ ইলহামের গান মন ছুঁয়েছে দর্শকদের। যেমন গানের গলা, তেমনই সৌন্দর্যেও হার মানিয়েছেন তাবড় তাবড় সুন্দরীদেরও৷

[ আরও পড়ুন: ভোট বাজারে ছোট-বড় একত্রে, সিপিএম প্রার্থীর নামে দেওয়াল লিখল শিশুশিল্পী]

AFGHAN-STAR

[ আরও পড়ুন: বাঘা-হীন গুপীর গল্প নিয়ে ছোটপর্দার ছবি ‘গুপীগাএন’, মুখ্য চরিত্রে ঋতব্রত-সব্যসাচী]

‘আফগান স্টার’-এর খেতাব পাওয়ার পর তিনি বলেন, ‘‘আমি জয়ী হতে পেরে খুবই গর্বিত৷ কিন্তু এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমি একজন নারী হিসাবে প্রথম আফগান আইডলের স্বীকৃতি পেলাম৷’’ বর্তমান যুগেও তালিবানদের আতঙ্কে প্রায় পর্দানসীন আফগান নারীরা৷ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলহামের জয় নিঃসন্দেহে অন্য মাত্রা পেয়েছে৷ আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনামে স্থান পেয়েছেন বছর কুড়ির সুন্দরী। তালিবানি বন্দুকের বিরুদ্ধে সুর, তাল, লয় নিয়েই লড়াই চালিয়ে যেতে চান ইলহাম৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement