সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির মতো সাজানো ইতালির লেক কোমো৷ সেখানেই পরিণয়ে বাঁধা পড়েছেন দীপিকা-রণবীর৷ শুরু করেছেন জীবনের নয়া ইনিংস৷ ‘দীপবীর’-এর জীবনের বিশেষ মুহূর্তের ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য নিরাপত্তা ছিল যথেষ্ট৷ তবে তাতে আর কি-ই বা আসে যায়৷ পাপারাৎজির তোলা এক ভিডিওই এখন কাঁপাচ্ছে নেটদুনিয়া৷ যেখানে দূর থেকে দেখা গিয়েছে নবদম্পতিকে৷
ভিডিও সৌজন্যে: কুইন্ট
১৩ নভেম্বর ‘দীপবীর’-এর সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে বেশ জমকালো। সেখানে গান গেয়েছেন সঙ্গীত শিল্পী হর্ষদীপ কৌর। পাশাপাশি সংগীতে রণবীর নিজেই নাকি ‘তুনে মারি এন্ট্রি ইয়ার’ গানের সঙ্গে নাচতে নাচতে অনুষ্ঠান স্থলে আসেন। তিনি নাকি নিজের বিয়ে নিয়ে এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে ঢোল নিয়ে নাচতে নাচতে দীপিকার কাছে পৌঁছান। তখন লজ্জায় লাল হয়ে যান দীপিকা।
বুধবার সকালে হয় ‘ফুল মুদ্দি’। নবদম্পতির সুখের সংসারের প্রার্থনায় এই রীতি পালন করা হয়৷ এরপর শুভা মুদগলের গান শুনে আবেগতাড়িত হয়ে পড়েন দীপিকা। তিনি অঝোরে কাঁদতে থাকেন। তবে রণবীর তাঁর আবেগকে সব সময় বোঝেন। তাই রণবীর সে সময় এগিয়ে এসে দীপিকাকে জড়িয়ে ধরেন। হবু স্ত্রীকে কথা দেন, তিনি সবসময় তাঁকে হাসিখুশি রাখবেন। শুধু তাই নয়, জানা যাচ্ছে দীপিকার হাতে যখন মেহেন্দি লাগানো চলছিল, সেসময় হবু স্ত্রীকে নাকি খাইয়েও দেন রণবীর। এজন্য প্রাপ্তি হিসাবে রণবীরের নাকি দীপিকার কাছ থেকে প্রাপ্তি ছিল একটি চুম্বন। বিষয়টি যে রোম্যান্টিক, তা নিয়ে কোনও সন্দেহই নেই৷
View this post on InstagramWe sure can’t wait to see the bride and groom, @deepikapadukone and @ranveersingh. #DeepVeerKiShaadi
দীপিকা-রণবীরের বিয়ে বলে কথা৷ তাতে চমক যে থাকবে তা আর নতুন করে বলার কি-ই বা থাকতে পারে? রাতের লেক কোমোতেও যেন প্রেম-প্রেম হাওয়া৷ নীল আকাশেও হাজারও বাজির ঝলকানি৷ প্রকাশ পেয়েছে সেই ভিডিও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.