Advertisement
Advertisement

Breaking News

প্রথম দর্শনে মন ছুঁয়ে যাবে ‘হাফ গার্লফ্রেন্ড’-এর এই ঝলক

মে মাসের উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিতে চলেছে শ্রদ্ধা-অর্জুনের এই রসায়ন৷

First look of Half Girlfriend starring Arjun and Shraddha Kapoor released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 28, 2017 8:45 am
  • Updated:March 28, 2017 8:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় আগেও উঠে এসেছে তাঁর লেখা কাহিনি৷ তবে এবারে শুধু লেখক নয়, প্রযোজক হিসেবেও নিজের কাহিনির সঙ্গে জড়িত চেতন ভগত৷ মে মাসের উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিতে চলেছে তাঁর ‘হাফ গার্লফ্রেন্ড’৷ যার সূত্র ধরে বলিউড পেতে চলেছে নতুন জুটি৷ অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর৷ সামনে এল ছবির মোশন পোস্টার৷

[প্রত্যেক মধ্যবিত্ত বাঙালিই এই স্বপ্নগুলি দেখতে ভালবাসেন!]

Advertisement

ভাল করে ভালবাসার কথা বলার ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে পরিচালক মোহিত সুরির৷ সেই ‘আশিকি’ ম্যাজিকেই উত্থান শ্রদ্ধার৷ তবে সেবার সঙ্গী ছিলেন অদিত্য রয় কাপুর৷ আর এবার শ্রদ্ধা দেবেন অর্জুন কাপুরের সঙ্গ৷ সঙ্গে দেখা যাবে রিয়া চক্রবর্তী, সীমা বিশ্বাস ও বিক্রম মাসের মতো অভিনেতাকে৷ বইয়ের পাতার মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে মাধব ঝা ও রিয়া সোমানি৷ এবার সেলুলয়েডের পালা৷

[হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘোষণা হাওয়া অফিসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement