Advertisement
Advertisement

এবার পর্দায় হকি কিংবদন্তীর অবতারে অক্ষয় কুমার

ছবির নাম 'গোল্ড'৷

First look of GOLD released by Akshay Kumar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 21, 2016 8:12 pm
  • Updated:July 20, 2024 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৮ সাল৷ দীর্ঘ ২০০ বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে সদ্য স্বাধীন হয়েছে ভারত৷ ব্রিটিশদের ভারত থেকে বিতারিত করার পর বছর ঘুরতে না ঘুরতেই ওলিম্পিকের মঞ্চে নেমেছিল ভারতীয় হকি দল৷ সেই সময় দুরন্ত ফর্মে থাকা ভারত চতুর্থবার সোনা জেতে৷ স্বাধীনতার আনন্দ দ্বিগুণ করে তুলেছিলেন লেসলি ক্লডিয়াস, বলবীর সিং সিনিয়ররা৷ হকির সেই সুবর্ণ যুগই এবার রুপোলি পর্দায় ফুটে উঠতে চলেছে৷

শুক্রবার বিকেল ৫টায় টুইটারে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিলেন সুপারস্টার অক্ষয় কুমার৷ বি-টাউনের খিলাড়ি নম্বর ওয়ান জানালেন, স্বাধীন ভারতের প্রথম ওলিম্পিক সোনা জয় নিয়ে তৈরি হচ্ছে ছবি৷ সেই ছবিরই ফার্স্ট লুক প্রকাশ করলেন তিনি৷ কিন্তু আক্কিকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, সেসব আপাতত স্পষ্ট করেননি৷ তবে সবকিছু ঠিকঠাক থাকলে ছবিতে এক হকি খেলোয়াড়ের চরিত্রে দেখা যতে পারে অক্ষয়কে৷

Advertisement

cvsdjfqw8aa163n

প্রতি বছরই স্বাধীনতা দিবসে ফ্যানদের দেশভক্তি স্পেশাল ছবি উপহার দেন অক্ষয় কুমার৷ ‘হলিডে’, ‘বেবি’, ‘রুস্তম’ বক্স অফিসে সুপারহিট হয়েছিল৷ ২০১৮-র ১৫ আগস্টে জীবন্ত হবে ১৯৪৮ লন্ডন ওলিম্পিকের ইতিহাস৷ ছবির নাম ‘গোল্ড’৷ এর আগে ‘পাতিয়ালা হাউস’ ছবিতে অক্ষয়কে ক্রিকেটারের চরিত্রে দেখা গিয়েছিল৷ এবার তিনি হকি তারকা৷ ইদানীং খেলার দুনিয়াকে রুপোলি পর্দায় তুলে ধরার ট্রেন্ড চালু রয়েছে৷ মিলখা সিং থেকে মেরি কম, মহেন্দ্র সিং ধোনি থেকে কুস্তির আখড়া, ভারতের ক্রীড়াজগৎকে ভিত্তি করে একের পর এক ছবি তৈরি হয়েছে৷ সেই ট্রেন্ডে এবার গা ভাসালেন খিলাড়ি কুমারও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement